April 12, 2025, 7:12 am
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটি উপজেলার নাগরিকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি অন্যতম প্লাটফর্ম বা গ্রুপ “নলছিটি পরিবার” এর উদ্যোগে উপজেলার সচ্ছলদের ঐক্যবদ্ধ সহযোগিতায় আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় পাচ শত অসচ্ছল পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছে সেচ্ছাসেবীরা।এতে দেশের বিভিন্ন প্রান্তে ও প্রবাসে থাকা নলছিটির সন্তানেরা সাহায্য নিয়ে এগিয়ে আসেন।
এ উপলক্ষে রবিবার ৩০ মার্চ সকাল দশটায় পুরান বাজার প্রাথমিক বিদ্যালয়ের ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
ফেসবুক গ্রুপটির এডমিন নলছিটির কৃতী সন্তান ভোলার বোরহানউদ্দিনের সহকারী কমিশনার (ভূমি) ও বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসক মেহেদী হাসান (ভার্চুয়ালি সংযুক্ত),মডারেটস প্যানেলের মো:ফয়সাল আব্দুল্লাহ,হাসান আরেফিন,হাসান আবেদুর রেজা সুজন সহ অন্যান্যরা সেচ্ছাসেবীদের হাতে এলাকাভিত্তিক উপহার সামগ্রী তুলে দেন।এতে উপজেলার রেড ক্রিসেন্ট,বিডি ক্লিন সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও নলছিটি পরিবারের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
সেচ্ছাসেবীরা এসব সামগ্রী নিয়ে তাদের এলাকার অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ঈদের দিনের মিস্টি মুখের ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন।
ঈদের দিনের মিস্টি মুখ করার জন্য সেমাই,চিনি,দুধ,নুডুলস সহ অন্যান্য খাদ্য সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন সুবিধাভোগীরা।তারা নলছিটি পরিবারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সকলের জন্য দোয়া করেন।