March 18, 2025, 5:52 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের সর্বোচ্চ নেতা আমীরে জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমানের ময়মনসিংহে আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী। আগামী আগামী ২৫ এপ্রিল ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেম তিনি। এ উপলক্ষে জেলা জুড়ে শুভেচ্ছা তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে যাচ্ছে বিভিন্ন বাজার ও রাস্তাঘাট, জেলার সর্বত্র চলছে প্রচারণা ও প্রস্তুতি সভা। এই উপলক্ষেে সোমবার (১৭ মার্চ) জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরী ও জেলার কর্মপরিষদের সদস্যবৃন্দকে নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলে সভায় কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা.শফিকুর রহমান এর আগমন উপলক্ষে ব্যাপক লোক সমাগম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। এসময় জামায়াতে ইসলামীর শীর্ষ এই নেতার আগমনকে জেলা ব্যাপী জানান দিতে খোলা ট্রাকে ভ্রাম্যমাণ প্রচারণা সম্বলতি ইসলামী সংগীত এর ব্যবস্থা করা হবে বলেও আলোচনায় উঠে আসে। প্রস্তুতি সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি, এড. মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ মহানগরী আমীর মাওলানা কামরুল আহসান, ময়মনসিংহ জেলা আমীর আবদুল করিম, সহ মহানগরী ও জেলার কর্মপরিষদের সদস্যবৃন্দ।
ইতিমধ্যেই সবখানে সাজ-সাজ রব-রব পড়ে গেছে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে। চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র সকল শ্রেণি পেশার মানুষের মুখে মুখে জামায়াতের আমীর ডা.শফিকুর রহমানের আগমনী বার্তা শোনা যাচ্ছে। জেলাবাসী ডা. শফিকুর রহমানকে সাদরে গ্রহণ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এছাড়াও উক্ত কর্মী সম্মেলনে ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমির
আবদুল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
এব্যাপারে ময়মনসিংহ মহানগরী আমীর ও ময়মনসিংহ-৪ আসনে আগামী ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান ইমরুল জানান, আগামী আগামী ২৫ এপ্রিল জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। সম্মেলনে লক্ষাধিক কর্মী-সমর্থকের সাথে জেলার অন্তত ২-৩ হাজার ভিন্ন ধর্মাবলম্বী সদস্য অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কর্মী সম্মেলনে ডা. শফিকুর রহমান ময়মনসিংহ জেলার উন্নয়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ রাজনৈতিক বিষয়ে দিকনির্দেশনাপূর্ণ বক্তব্য রাখবেন।