March 16, 2025, 9:15 pm
আজিজুল ইসলাম, যশোরঃ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে যোগদান বিষয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শার্শার কায়বা ইউনিয়ন বিএনপির সহ – সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না। রোববার বিকালে বাগআঁচড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু গণমাধ্যম ও ফেইসবুকে আমাকে জামায়াতের কর্মী হিসেবে উল্লেখ করে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে। ভিত্তিহীন এসব সংবাদের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
তিনি বলেন, আমি জ্ঞান লাভের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সংযুক্ত রয়েছি। আমি কখনোই জামায়াতে যোগ দেইনি। রাজনৈতিক প্রতিপক্ষ তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য আমি ও আমার প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা সংবাদ পরিবেশনে সহায়তা করেছে।
সংবাদ সম্মেলনে এ সময় শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ আলী উপস্থিত ছিলেন।