March 16, 2025, 9:53 pm
ঝালকাঠি প্রতিনিধিঃ
ভলেন্টিয়ার্স অব নলছিটি এবং জুলাই শহীদদের স্মরণে নলছিটিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (১৬ মার্চ) নলছিটির মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রায় ২০০ ভলান্টিয়ার নিয়ে এই ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়।
ভলান্টিয়ার্স অব নলছিটির সভাপতি মোঃ শাহাদাত আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ও নলছিটি পৌরসভার প্রশাসক জনাব, নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটির থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাল।
আরো উপস্থিত ছিলেন নলছিটির সকল স্বেচ্ছাসেবী সংগঠন এর ভলান্টিয়াররা এবং নলছিটির সকল মসজিদের ইমাম,
নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক জনাব নজরুল ইসলাম এর বক্তব্যে বলেন নলছিটির সকল ভলান্টিয়ারদের নিয়ে আমরা একসাথে কাজ করব আমরা সব সময় দুর্যোগ বন্যা এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবাই এগিয়ে আসবো।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,মাওলানা নাসির উদ্দিন, ইমাম নলছিটি বায়তুল মোকাররম জামে মসজিদ।