March 16, 2025, 9:32 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর আমীর এবং ময়মনসিংহ – ৪ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন, জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, ২০২৫ সাল হবে বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, রাজনীতি এবং ইকামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য টার্নিং পয়েন্ট। যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়ার জন্য জামায়াতের নেতাকর্মীদের আরও অনেক পরিশ্রম করতে হবে। তা না হলে, নতুন কোনো নৈরাজ্য আবার দেশকে পিছিয়ে দেবে। আমরা এগিয়ে যাবো নাকি পিছিয়ে থাকবো সেই ফয়সালার বছর হচ্ছে ২০২৫ সাল।
রবিবার (১৬ মার্চ) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ সদর উপজেলার ১১ নং ঘাগড়া ইউনিয়নের ৭নং ( গোপালনগর) ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ছাত্রজনতার ঐক্যবব্ধ গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দু:শাসনকালে যে কোনো দলের চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সবচেয়ে বেশি জুলুম-নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে। এতো কিছুর পরেও প্রতিশোধপরায়ণ না হয়ে জামায়াতে ইসলামী এই দেশটাকে নতুন করে গড়তে চায়।
ঘাগড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর বায়তুলমাল সেক্রেটারি গোলাম মহসিন খান, ঘাগড়া সাংগঠনিক থানার আমীর মাওলানা মনিরুজ্জামানসহ
জেলা উপজেলা ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
ময়মনসিংহ সদর -৪ আসনের জামাতের মনোনীত প্রার্থী হিসাবে সকলের দোয়া ও সহযোগীতস চেয়ে বক্তব্যে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে; যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়। তারপর আমাদের স্বপ্নের বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হবে, যার ভিত্তি হবে আল কুরআন। সে লক্ষে ইসলামি কল্যাণ রাষ্ট্রের অংশ হিসাবে ময়মনসিংহ সদর এলাকাকে উপহার দিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের সকলের সহযোগীতা প্রত্যাশা করছি। সকলের সহযোগীতা পেলে ময়মনসিংহ সদর এলাকাকে মাদক,জুয়া,ইভটিজিংসহ সকল ধরণের অপরাধ নির্মুল করার মাধ্যমে একটি অপরাধ মুক্ত আধুনিক এলাকা হিসাবে গড়বো ইনশাআল্লাহ। পরে দেশ ও জাতীয় কল্যাণে মোনাজাত করে পবিত্র মাহে রমজানের পবিত্র রক্ষায় সকলকে সাথে নিয়ে ইফতার করেন জামায়াতের এই নেতা।