March 15, 2025, 5:51 pm
ইফতার হক,পাইকগাছা (খুলনা)
খুলনার পাইকগাছায় ২৫ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মুল, অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে ১৫ মার্চ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ২৪১টি টিকা কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৮৯০ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২২ হাজার ৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, ডাঃ মোঃ ইব্রাহিম গাজী, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ, স্বাস্থ্য পরিদর্শক মোঃ রহুল কুদ্দুস, পরিসংখ্যান বিদ জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্স কাকলী বালা সানা, রেহেনা পারভিন, ইতিরাণী বিশ্বাস ও চায়না রাণী। উল্লেখ্য ১৫ মার্চ বাদ পড়া শিশুরা পরবর্তী সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভিটামিন-এ প্লাস গ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।