March 14, 2025, 8:17 pm
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু -স্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করে সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৪ মার্চ) বিকালে নিমগাছী বাজার চত্বরে নিমগাছী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খোকন সরকারের আয়োজনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও নিমগাছী অনার্স কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আমিনুল বারী তালুকদারের সভাপতিত্বে ও সাবেক প্রচার সম্পাদক রায়গঞ্জ উপজেলা বিএনপি আক্তারুজ্জামান তছিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি আয়নুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান রায়গঞ্জ উপজেলা পরিষদ ও তথ্য ও গবেষনা সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপি, আব্দুল কুদ্দুস মন্ডল সাবেক সাংগঠনিক সম্পাদক রায়গঞ্জ উপজেলা বিএনপি, সুলতান মাহমুদ দুলাল সাবেক সভাপতি সোনাখাড়া ইউনিয়ন বিএনপি, সিরাজুল ইসলাম তোতা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোনাখাড়া ইউনিয়ন বিএনপি ও রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রায়গঞ্জ উপজেলা যুবদল সহ সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।