March 14, 2025, 9:09 pm
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি//
দেশ ও জাতীর কল্যান কামনা করে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ছারছিনা দরবার শরীফের তিন দিনব্যাপি বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শেষ হয়েছে। গতকাল শওক্রবার জুমার নামাজ বাদ আখেরী মোনাজাত পরিচালনা করেন ছারছিনার পীর মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।মোনাজাত পূর্ব বয়ানে পীর সাহেব বলেন, ইসলাম শান্তির ধর্ম । একানে কোন প্রকার হানাহানি কাটাকাটির স্থান নেই। এ দরবার সম্পূর্ন রাজনীতি মুক্ত। এ দরবারে কুরআন ও সন্নাহর আদলে জীবন গড়ার তালিম দেওয়া হয়। তার সকল মুযরিদান ও আগত মুসল্লিদের উদ্দেশ্য করে বলেন, নিজকে মুসলমান দাবী করবেন আর সন্তান বেপথে যাবে তাতে আপনার ধর্ম পালন হবেনা। নিজেকে সংশোধনের পাশাপাশি, পরিবার, এলাকাবাসীকে সৎপথে চলার তাগিদ দিতে হবে। এজন্য এলাকায় মসজিদে মসজিদে তালিমি জলসা করতে হবে। পরিবারের সকলকে ছারছীনার ছিলছিলার বই, কিতাব পড়াতে হবে।
তিন দিনের ওই মাহফিলে প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর মুসল্লীদের উদ্দেশ্যে বয়ান করেন ছারছিনার পীরসাহেব এছাড়া সার্বক্ষনিক লাগাতার ওয়াজ নসিহত করেন দেশের বিশিষ্ট আলেম ওলামাগন।
####
নেছারাবাদের পাটিকেলবাড়ি দরগাহ শরীফে পবিত্র উরস অনুষ্ঠিত
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা ঃ
নেছারাবাদের পাটিকেলবাড়ি দরগাহ শরীফের ৪৭তম পবিত্র উরস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের পাটিকেলবাড়ি হযরত ফকির আদুশাহ আউলিয়া (রহ:)এর দরগাহ শরীফের ওই পবিত্র উরস অনুষ্ঠিত হয়। এ উপলে বিকেল থেকে কুরআন তেলোয়াত, ফাতেহা শরীফ, খতমে শরীফ, দুরুদ শরীফ পাঠ, জিকির, মিলাদ, ওয়াজ নসিহত আলোচনা করা হয়েছে। দরগাহ শরীফের মুতাওয়াল্লী ফকির নাসির উদ্দিনের সার্বিক তত্বাবধানে উরস মাহফিলে ওয়াজ নসিহত করছেন আলহাজ্ব মুফতি মাওলানা হাসান সিরাজী, আলহাজ্ব মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা রাজু ইসলাম-(নেছারাবাদী) প্রমুখ। ওয়াজ নসিহত, মিলাদ কিয়াম শেষে রাত ১২টায় দিকে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমায় উক্ত পবিত্র উরস শরীফ অনুষ্ঠিত হয়।