March 13, 2025, 7:52 pm
পুঠিয়া( রাজশাহী) প্রতিনিধি
ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ায় মাইক্রোবাসের সাথে একটি পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেণ রাজশাহী জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক। ঘটনা ঘটেছে বৃহস্প্রতিবার (১৩মার্চ) রাত ৮ ঘটিকার সময় মহাসড়কের তারাপুর বাজার এলাকায়। পুঠিয়া থানা অফিসার ইনচার্জ কবির হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, রাজশাহীর পুঠিয়া থানাধীন পুঠিয়া ইউনিয়নের তারাপুর বাজারে রাজশাহী থেকে পুঠিয়াগামী একটি মাইক্রোবাস (যাহার রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো চ – ১৬-১৬১৫) এর সহিত নাটোর হতে রাজশাহীগামী একটি পিকাপ ভ্যানের (যাহার রেজিষ্ট্রেশন নাম্বার- ঢাকা মেট্রো ন- ১৯-৮৯২৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা যাত্রী মোঃ আবু বক্কর সিদ্দিক, আহ্বায়ক, বিএনপি, পুঠিয়া উপজেলা বিএনপি ছিলেন । তিনি সহ মাইক্রোবাসে থাকা যাত্রী কোন আহত হয়নি। এতে পিকাপের চালক, মোঃ সাইদ (২৪), পিতা-মোবারক হোসেন, সাং- ভাদালিয়া, থানা- কুষ্টিয়া সদর, পিকাপের হেলপার মোঃ ইকবাল (২৭), পিতা- সামছুদ্দিন, সাং- কয়া, থানা- কুমারখালি, সাং- ভাদালিয়া, উভয় জেলা- কুষ্টিয়া আহত হয়। স্থানীয় জনসাধারণ আহত ব্যক্তিদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। খবর পেয়ে পুঠিয়া থানা ও পাবা হাইওয়ে থানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আণেন।
মাজেদুর রহমান (মাজদার)
পুঠিয়া, রাজশাহী।