March 13, 2025, 8:14 pm
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ঃ
বহুল আলোচিত মাগুরায় আট বছরের শিশু আছিয়া ঢাকা সি এম এইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্প্রতিবার দুপুর ১:৩০ মিনিটে ইন্তেকাল করেন। এখবর জানার পর রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গলে বৃহস্প্রতিবার বিকেল ৫:০০ ঘটিকায় গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে আছিয়াসহ দেশব্যাপী নারী নির্যাতন, স্কুল কলেজের শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ সভা করেন।
এ সময় নেতৃবৃন্দরা আট বছরের শিশু আছিয়াসহ দেশের সকল ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার কার্যকারের দাবি করেন। সেই সঙ্গে ধর্ষণ বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান। এ কর্মসূচির নেতৃত্বে ছিলেন, প্রান্ত শাহরিয়ার অয়ন, আবু শামা, আকাশ, আলিফ, মেরাজ, সিজান, রাজু আহমেদ, আল-আমিন আহমেদ শুভ, শাওন প্রমূখ। #
মাজেদুর রহমান (মাজদার)
পুঠিয়া, রাজশাহী।