March 11, 2025, 5:05 pm
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি//
দৈনিক আজকের পত্রিকার নেছারাবাদ প্রতিনিধি হাবিবুল্লাহ মিঠুর মা হেলেনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডের ব্যবসায়ী প্রয়াত আব্দুল হক এর স্ত্রী।
সোমবার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
হেলেনা বেগম ৩ ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাগরিব বাদ পৌরসভার তাঁতের বাড়ী পাঞ্জেগানা মসজিদ চত্বরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক হাবিবুল্লাহ মিঠুর মায়ের মৃত্যুতে সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সদস্য সচিব আলহাজ্ব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মানিক এবং প্রেসকাব নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।