March 11, 2025, 4:44 pm
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১০ মার্চ সোমবার সকাল ১০ ঘটিকার সময় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে, উপজেলার কুল্লাহপাড়া গ্রামের খাইরুলের বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নামে অসত্য ভিত্তি হীন, বানোয়াট অপপ্রচার চালানোর প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কুল্লাহপাড়া গ্রামের আফরোজা খাতুন, স্বামী মো: ঝুমুর, সেলিনা খাতুন, স্বামী মো: আলামিন-এর পক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন, ৮নং বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক সুজানুর রহমান সুজা। তিনি বলেন,আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে,গত ০৯ মার্চ ২০২৫ ইং রবিবার বেলা ১০ ঘটিকার সময় আমরা সহ আমাদের পরিবারের কিছু মহিলাকে ভুল বুঝিয়ে কুল্লাহ পাড়া গ্রামের খাইরুলের বাড়িতে নিয়ে যায়। উক্ত বাড়িতে কিছু সংখ্যক মহিলা ধর্মের নামে বিভিন্ন রকম কথা বার্তা বলে আমাদেরকে বিপদগামী ও বিভ্রান্ত চেষ্টা করে। এখবর জানতে পেরে আমাদের স্বামীরা ঘটনাস্থল থেকে আমাদেরকে বাড়িতে নিয়ে আসার সময় উপস্থিত কিছু সংখ্যক মহিলাদের সাথে আমাদের স্বামীদের বাকবিতন্ডা হয়। এবিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে একটি পক্ষ আমাদের স্বামীদের জড়িয়ে বিভিন্ন রকম কুৎসা রটনা করে এলাকায় বিভ্রান্ত সৃষ্টির পায়তারা করছে। তাদের উদ্দেশ্য রাজনৈতিক স্বার্থ হাসিল করা। বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ সম্মেলন করা হয়েছে , এঘটনায বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নামে অসত্য ভিত্তি হীন,বানোয়াট, অপপ্রচার চালিয়ে বিএপির রাজনৈতিক সম্মান ক্ষুন্ন করার চেষ্টায় লিপ্ত আছে । উক্ত ধর্মীয় দলটি এব্যাপারে মহেশপুর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। যদিও এঘটনার সাথে জাতীয়তাবাদী দলের কোন সংশ্লিষ্টতা নেই। এছাড়াও তারা যে, আন্তর্জাতিক নারী দিবসের কথা বলে প্রচারণা চালাচ্ছে এটা সঠিক নহে। আমরা এধরণের মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রচারিত কর্মকান্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।