March 11, 2025, 4:59 pm
বানারীপাড়া(বরিশাল) বিশেষ প্রতিনিধি : ব্র্যাকের মাইগ্রেশন প্রকল্প প্রত্যাশা- ০২ এর প্রবাস বন্ধু ফোরামের সভা রবিবার ৯মার্চ অনুষ্ঠিত হয়। বানারীপাড়ার চাখার ব্র্যাক মিলনায়তনে বেলা ১১ টায় প্রবাস বন্ধু ফোরামের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন।
এ প্রকল্পে ইউরোপিয়ান দেশভূক্ত দেশ থেকে প্রতারিত হয়ে প্রবসীরা বিভিন্ন সমস্যায় দিন কাটাচ্ছেন। তাদেরকে সহায়তার জন্য ব্র্যাক প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় কাজ করছে। এব্যাপারে জন সচেতনতার জন্য ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভিডিও প্রদর্শন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রবাস বন্ধু ফোরামের সাধারণত সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম, সহসভাপতি নাজমুন জাহান পলি, কোষাধ্য মোঃ শাজাহান, সদস্য মোঃ রেজাউল ইসলাম বেলাল, বিদেশ ফেরত আল আমীন চান প্রমূখ।#