March 11, 2025, 4:46 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
বরগুনার তালতলীতে সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রকাশ্যে গাছ কাটার ৪০ দিনেও ব্যবস্থা নেয়নি বন বিভাগ

বরগুনার তালতলীতে সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রকাশ্যে গাছ কাটার ৪০ দিনেও ব্যবস্থা নেয়নি বন বিভাগ

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলী উপজেলা টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রকাশ্যে গাছ কাটার অভিযোগ উঠেছে নলবুনিয়া বিটে ওয়াচার হিসেবে কর্মরত জাহাঙ্গীর মিয়া বিরুদ্ধে। কিন্তু গাছ কাটার ৪০ দিন পার হলেও কোনো ব্যবস্থা নেয়নি বন বিভাগ।

স্থানীয়দের দাবি, জাহাঙ্গীর মিয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে বন থেকে গাছ পাচার করছেন একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের সাথে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত। এজন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বন বিভাগ।

জানা যায়, টেংরাগিরি বনাঞ্চলটি সুন্দরবনের পর দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসম‚লীয় বনাঞ্চল। বনটি বরগুনার তালতলী থেকে কুয়াকাটা পর্যন্ত বিস্তৃত। এই বনাঞ্চলের আয়তন ১৩ হাজার ৬৪৪ একর। দেশের দ্বিতীয় বৃহত্তম এই শ্বাসমূলীয় বন স্থানীয়ভাবে ফাতরার বন নামে পরিচিত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নলবুনিয়া বিটের আওতায়ধীন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে তীরে ১৫-২০ টি গাছ কাটা অবস্থায় দেখা যায়। যার আনুমানিক মুল্য প্রায় ৫০ হাজার টাকা। গত ২৮ জানুয়ারী পাচারের উদ্দ্যেশে বন থেকে প্রকাশ্যে গাছগুলো কাটেন জাহাঙ্গীর মিয়া। গাছ কাটার বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তিনি বিষয়টি দামাচাপা দেওয়ার জন্য বনের জমি নিজের বলে দাবি করেন। এবিষয়ে স্থানীয়রা বনবিভাগ অবগত করলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।

নলবুনিয়া বিট কর্মকর্তা মো. শাওন বলেন, গাছ কাটার বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, এ বিষয়ে বন কর্মকর্তার সাথে কথা বলে তদন্ত পূর্বক আইন ব্যবস্থা নেওয়া হবে।

মংচিন থান
বরগুনা প্রতিনিধি ।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD