March 11, 2025, 5:04 pm
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
সারাদেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ বেলা সাড়ে ১১ টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের ছাত্রদল শাখার আয়োজনে কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাগুরার শিশু ধর্ষণের ঘটনা সহ নারীদের বিরুদ্ধে সহিংসতা, নির্যাতন বন্ধ, ন্যায় বিচার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে বক্তব্য প্রদান করেন এবং উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, সদস্য সচিব আলম হোসেন, যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন জাবেদ , উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হাসু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন, পৌর আহ্বায়ক সদস্য রিফাত হাসিব, মোস্তাকিম হোসেন, জাহানপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আশরাফুল ইসলাম, নওগাঁ জেলা ছাত্রদল সদস্য মোস্তাফিজুর রহমান, আলমগীর সুজন, জেলা ছাত্রদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান বিপ্লব, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইবনে জুনায়েদ,উপজেলা যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, আরাফাত হোসেন নয়ন, সুমাইয়া, সাদিয়া, তাসফিয়া, মোরশেদ, মমিন, হৃদয় প্রমূখ।
আবুল বয়ান ।।