March 4, 2025, 4:29 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সিংড়া জাতীয় উদ্যান শালবনে আগুন, পুড়ে গেছে বেত গাছের বাগান রাজশাহীতে কিস্তি দিতে না পারায় এক নারীর ছাগল নিয়ে গেছে এনজিও কর্মীরা গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘ-র্ষে ৩ নিহত আশুলিয়ায় পাঁচ বছরেও নাজমা গণধ-র্ষণ ও হ-ত্যা মামলার বিচার পায়নি ভুক্তভোগী পরিবার শাজাহানপুরে আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধঃ ট্রাক বাসের চাকায় পৃষ্ঠ হয়ে নিহ-ত ২ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নি-হত-১ ঠাকুরগাঁও জেলা প্রবীণ রাজনীতিবিদ বিএনপির সভাপতি তৈমুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী পালিত নাগরপুরের দুই সাংবাদিক গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত আশুলিয়া থানায় নবনিযুক্ত ওসি হিসেবে যোগদান করলেন মনিরুল হক ডাবলু বানারীপাড়া – স্বরুপকাঠিতে চলছে মাদকের রমরমা ব্যবসা
সিংড়া জাতীয় উদ্যান শালবনে আগুন, পুড়ে গেছে বেত গাছের বাগান

সিংড়া জাতীয় উদ্যান শালবনে আগুন, পুড়ে গেছে বেত গাছের বাগান

দিনাজপুর প্রতিনিধি-
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জাতীয় উদ্যান সিংড়া শালবনের ভিতরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আপনি পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতের গাছ।

৩ মার্চ সোমবার আনুমানিক দুপুর দেড়টায় বনের উত্তরপ্রান্তে বেত বাগান অংশে আগুন লাগে। আগুনে বনের সাত হেক্টর জমির বেত বাগান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন সামাজিক বন বিভাগের কর্মকর্তা গয়া প্রসাদ পাল।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট তাৎক্ষণিক কাজ করায় বর্তমান আগুন নিয়ন্ত্রনে আছে বলেও জানান তিনি।

বন কর্মকর্তা গয়া প্রসাদ পাল জানায়, দুপুরে বনে টহলরত অবস্থায় বন বিভাগের লোক ছিলেন। হঠাৎ বেত বাগানে তাঁরা আগুন দেখতে পান। পরে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসে অবহিত করা হয়। ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে এনেছে। ঠিক কি কারনে আগুন লেগেছে বা আগুনের উৎপত্তি কিভাবে এখনো জানা যায়নি। আমরা আগুন লাগার কারন ও প্রকৃত ক্ষয় ক্ষতির পরিমান দেখছি। তবে বড় কোন গাছ পুড়ে যায়নি বলেও জানান তিনি।

বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। মোট দুটি গাড়ি আনা হয়েছে। বনের উত্তরপ্রান্তে বেত বাগানে আগুনটা লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রনে আছে। বড় গাছের তেমন কোন ক্ষতি হয়নি। ছোট গাছগুলো বেশি পুড়েছে। আমরা এখনো পুড়ে যাওয়া গাছের সংখ্যা বা ক্ষতির পরিমান হিসাব করতে পারিনি।’

উল্লেখ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে সিংড়া শালবনের অবস্থান। দিনাজপুর সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী ৮৫৯ দশমিক ৯৩ একর জমির উপরে সিংড়া শালবন। ১৮৮৫ সালে এই বনকে অধিভূক্ত করা হয়। পরবর্তী সময়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭৪ সালে বন বিভাগের অধীনে নিয়ে গেজেট প্রকাশ করা হয়। ২০১০ সালে বন বিভাগ এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষনা করে। শাল গাছ ছাড়াও এই বনে রয়েছে জারুল, তরুল, শিলকড়ই, শিমুল, মিনজীরি, সেগুন, গামারি, আকাশমনি, ঘোড়ানিম, সোনালু, গুটিজাম, হরিতকী, বয়রা, আমলকী, বেতসহ বিভিন্ন রকমের উদ্ভিদ, লতাগুল্ম, ভেষজ ও ফুলের গাছ।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD