March 3, 2025, 11:46 pm
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। সোমবার (৩ মার্চ) ইফতারের পর পরই রাত আনুমানিক সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলার এনএসবি ইট ভাটায় কর্মরত দুই শ্রমিক ইফতারের পর বাড়ীতে ফেরার পথে, হাজারী রোডে ঢুকতে খিয়ার জুম্মা নামক স্থানে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুর অভিমূখী গ্যাস সিলিন্ডারবাহী পিকআপের ধাক্কায় চার্জার ভ্যানে থাকা দুই যাত্রী দুর্ঘটনা কবলিত হয়। এ দুর্ঘটনায় জলিল(৫০) নামে একজন ঘটনাস্থলেই মারা যায় এবং জিকু(৩৮) গুরুতর আহত হয়।
প্রতক্ষ্যদর্শী জুয়েল বলেন, ইফতারের পর নামাজ শেষে মহাসড়কের পাশে দোকান বসা ছিলেন। সৈয়দপুর অভিমূখী গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপ, চার্জার ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিলে ভ্যানে থাকা দুই যাত্রী রাস্তায় সিটকে পরে। গ্যাসবাহী পিকআপের ঘাতক চালক গাড়ীটি ব্রেক করে। কিন্তু পূনরায় সিটকে পরা শ্রমিকদের উপর দিয়ে গাড়ীটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এতে মোঃ জলিল(৫০) নামে গংগাচড়া ভাটার একজন শ্রমিক ঘটনাস্থলে মারা যায় এবং জিকু(৩৮) নামে আরেক জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত উভয়ের ঠিকানা- সৈয়দপুর উপজেলাধীন খাতা মধুপুর ইউনিয়নের মুশরুত ঢুলিয়া, শাল্টি বাড়ি। নিহত জলিলের পিতার নাম- মৃতঃ মেসের আলী এবং গুরুতর আহত জিকুর পিতার নাম- কেরপা মাহমুদ বলে জানা গেছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় স্থানীয় জনতা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করলে, ব্যস্ততম রংপুর দিনাজপুর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে ও তারাগঞ্জ থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা ঘটনাস্থলে গিয়ে ক্ষুদ্ধ জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তায় জড় হওয়া জনতাকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। গ্যাস সিলিন্ডারবাহী পিকআপের ঘাতক চালক গাড়ী সহ পালিয়ে গেছে।