March 3, 2025, 12:43 pm
ঘাটাইল প্রতিনিধিঃ মো: রায়হান মিয়া
টাঙ্গইল ঘাটাইল উপজেলার ধলাপাড়া রসুলপুর, দেউলাবাড়ী ইউনিয়নে ৪টি ইট ভাটার মালিক কে ২৬লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভ’মি সাবরিন আক্তার জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজিব কুমার ঘোষ। রবিবার(২মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। জরিমানা ইট ভাটা গুলি হলো মেসার্স ফরিদ ব্রিকস ৫লক্ষ টাকা,মেসার্স সালাম ব্রিকস ৭লক্ষ টাকা,মেসার্স সোনালী ব্রিকস ৭লক্ষ টাকা, মেসার্স এম আরপি ব্রিকস ৭লক্ষ টাকা জরিমানা করা হয়।
প্রেস রিলিজ থেকে জানা যায় উপজেলা বিভিন্ন ইউনিয়নে মেসার্স ফরিদ ব্রিকস,মেসার্স সালাম ব্রিকস,মেসার্স সোনালী ব্রিকস,মেসার্স এম আর পি ব্রিকস দির্ঘদিন যাবৎ স্থাপন নিয়ন্ত্রন আইন তোয়াক্কা না করে ইট তৈরী ও ইট পোড়ানো হচ্ছে ।
বিষয়টি উপজেলা প্রশাসন অবহিত ইট ভাটার মালিক কে এ জরিমানা করেন। এ পুলিশ ফায়ার সার্ভিস কর্মী সহ আইন শৃংখলা বাহিনী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভু’মি প্রেস রিলিজে জানান পরিবেশ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।