February 23, 2025, 6:31 am
সুজানগর প্রতিনিধি ঃ মহান ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পাবনার সুজানগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার উদ্যোগে শনিবার বিকাল ৫টায় পৌর জামায়াত কার্যালয়ে এ আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার আমীর রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আমীর ও ৬৯ পাবনা-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই-আযম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ.টি.এম শামসুজ্জামান, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন সুজানগর উপজেলা শাখার সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আমীর ও ৬৯ পাবনা-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বলেন, ভাষা শহীদ রফিক, বরকত, সালাম, জব্বার সেদিন জীবন না দিলে আজ আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। তাদের সেই ত্যাগের বদৌলতে আমরা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের প্রেরণা পেয়েছি। ভাষা আন্দোলনে অন্যতম সৈনিক জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম। অথচ তাকে রাষ্ট্রীয়ভাবে কোন স্বীকৃতি দেওয়া হয় না। তাকে যথাযথ মর্যাদা দিতে হবে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু’র জিএস এবং ভাষা আন্দোলনের প্রথম সারির সৈনিক অধ্যাপক গোলাম আজম। ৭১’র নির্বাচনে এদেশ জয়ী হলেও তারা ঘোষণা দিতে অসম্মতি জানায়, তখনি শুরু হয় যুদ্ধের চেতনা, যুদ্ধে জয়লাভ হয়। এই জয় ইসলামের বিরুদ্ধে ছিলনা। এই জয় সাধারণ সকল মানুষের জন্য এসেছিল। কিন্তু কালক্রমে বৈষম্য বাড়ছে ২৪’র পুনজয় আসে। এ সময় তিনি আন্তর্জাতিক রায় সহ সকল পর্যায়ে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে বলেও জানান। শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান।
এম এ আলিম রিপন
সুজানগর পাবনা প্রতিনিধি।