February 23, 2025, 6:28 am
এম এ আলিম রিপনঃ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সুজানগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং সুজানগর পৌরসভার কর আদায়কারী ও জেলা পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান,অতিরিক্ত কৃষি অফিসার ফারুক হোসেন চৌধুরী, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার, উপজেলা যুবদলের আহব্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, বৈষম্য ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখার যুগ্ন আহ্বায়ক সোহেল রানা মানিক, সদস্য সাদিয়া কুদ্দুস প্রমুখ।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।