February 23, 2025, 6:37 am
মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উত্তোলন করা হয়নি পতাকা শহীদ মিনারে শ্রদ্ধ্যাঞ্জুলির বদলে শুকানো হয়েছে ধান। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুলের বদলে ধান’ লেখা সহ একটি ৪৪ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়।
জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নির্দেশনা অনুযায়ী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব শিক্ষা প্রতিষ্ঠানে ও দফতর গুলোতে বিধিমালা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে এবং জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব কর্মসূচি প্রণয়নপূর্বক দিবসটি উদযাপনের ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে। বিধি মতে দিবসটিতে সূর্যোদয়ের সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন এবং সূর্যাস্তের সময় জাতীয় পতাকা নামাতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক এমন নির্দেশনা থাকলেও প্রতিষ্ঠান তার সিকি অংশেও পালন করেননি।
এ বিষয়ে শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, তার বিদ্যালয়ে পিয়ন না থাকায় বা ভুল করে উত্তোলন করে নাই আর বিশেষ করে শুক্রবারের দিন পিকনিকে গেছে। ‘সেটি কিসের পিকনিক ছিল এমন প্রশ্নে তিনি বলেন, শিক্ষা সফর গেছে আমাদের পিকনিকেও গেছে, শিক্ষা সফরে বাচ্চারা গেছে। আর ব্যাপারটা হচ্ছে আমাদের জাতীয় পর্যায় কয়েকটা ছেলে-মেয়েকে ফিজিক্যাল শিক্ষক রাজশাহী নিয়ে গেছে ওটার জন্যই। তবে তিনি শিক্ষা সফর পিকনিকে না গিয়ে পঞ্চগড়ে ছিলেন জানিয়েছেন।
এ ব্যাপারে জানার জন্য পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মো. জাকির হোসেনকে মুঠোফোনে কল করলে কলটি রিসিভ না হওয়ায় কথা বলার সুযোগ হয়নি।
মুহম্মদ তরিকুল ইসলাম।।