February 23, 2025, 6:08 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
নড়াইলে চোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেফতার নড়াইলে হিন্দু বাড়িতে ডাকাতি ও চোরাই মোটর সাইকেল উদ্ধার এনএসআই সদস্যসহ গ্রেফতার ৬ সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা সুজানগর পৌর জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা  ও দোয়া তানোরে কলমা ইউপি বিএনপির কর্মীসভা গোদাগাড়ীতে পাহাড়িয়া বসন্তবরণ আমলোবান উৎসব পালিত বরেন্দ্র অঞ্চলে বিএমডিএ’র সেচ প্রকল্প কৃষিক্ষেত্রে বড় ভুমিকা রাখছে সবাইকে কাঁদিয়ে নিজে কেঁদে বিদায় নিলেন গোদাগাড়ীর ইউএনও হ-ত্যার দায় স্বীকার জাসদ গণবাহিনীর- পূর্ববাংলার সামরিক কমান্ডার বাহিনী প্রধান হানিফ দুই সঙ্গীসহ নিহ-ত পঞ্চগড়ে বিদ্যালয়ের শহীদ মিনারে শুকানো হয়েছে ধান উত্তোলন হয়নি পতাকা
নড়াইলে হিন্দু বাড়িতে ডাকাতি ও চোরাই মোটর সাইকেল উদ্ধার এনএসআই সদস্যসহ গ্রেফতার ৬

নড়াইলে হিন্দু বাড়িতে ডাকাতি ও চোরাই মোটর সাইকেল উদ্ধার এনএসআই সদস্যসহ গ্রেফতার ৬

উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে হিন্দু বাড়িতে ডাকাতি ও চোরাই মোটর সাইকেল উদ্ধার এনএসআই সদস্যসহ গ্রেফতার ছয়জন। নড়াইলে ডিবি পরিচয়ে হিন্দু বাড়িতে ডাকাতি, এনএসআই সদস্যসহ চারজনকে গ্রেফতার নড়াইলের কালিয়া উপজেলায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির সময় এনএসআই সদস্যসহ ৪ জনকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালিয়া উপজেলার খররিয়া চরপাড়া মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সমরেন্দ্র নাথ বিশ্বাসের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) এ ঘটনায় ভুক্তভোগী সমেন্দ্রনাথ বিশ্বাস মামলা দায়ের করলে বিকেলে গ্রেফতার চারজনকে আদালতে পাঠায় পুলিশ।
এদিন রাতে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামিরা হলেন, গোয়েন্দা সংস্থা এনএসআই নড়াইলের ফিল্ড অফিসার ও ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়া গ্রামের সাইফুল আলমের ছেলে মো. ইয়াছিন হোসেন (২৭), নড়াইল সদর উপজেলার ভওয়াখালী মধ্যপাড়া গ্রামের মৃত কাজী আনিছুর রহমানের ছেলে আরিফুজ্জামান (২২), সুবুদীডাঙ্গা গ্রামের হেমায়েত মোল্যার ছেলে সোহাগ মোল্যা (৩৬), একই উপজেলার মৃত মনিরুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান শশী (৩৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার খড়রিয়া চরপাড়া গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সমরেন্দ্র নাথ বিশ্বাসের বাড়িতে ডিবি পুলিশ পরিচয় নড়াইলে কর্মরত এনএসআই ফিল্ড অফিসার ইয়াছিন হোসেন ও সঙ্গীয়রা সমরেন্দ্র নাথের বাড়িতে গিয়ে অবৈধ মালামাল আছে এই কথা বলে তল্লাশি করেন। এসময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে তারা। পরবর্তীতে বাড়ির আশপাশে লোকজনের সন্দেহ হলে পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ তাদের গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির ২টি সোনার চেইন, ১ জোড়া কানের দুল, ১ জোড়া কানের দুলের টানাসহ মোট ২ ভরি ২ আনা ২ রতি সোনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
এছাড়াও ডাকাতির নগদ ১ লাখ ১১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার সকালে ভুক্তভোগী সমরেন্দ্র নাথ বিশ্বাস ৪ জনকে আসামি করে মামলা করেছেন। এদিন বিকেলে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD