February 22, 2025, 8:32 am
ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে নানান আয়োজনে ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে নলছিটি কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে একই জায়গায় এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. নজরুল ইসলাম,সহকারী কমিশনার( ভূমি) নুসরাত জাহান, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ডাঃ শিউলি পারভীনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।