February 21, 2025, 6:03 pm
এম এ আলিম রিপন : মাদ্রাসার কোমলমতি শিশুদের নিয়ে পাবনায় সুজানগর ব্লাড ডোনার ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে নুরে মদীনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আলোচনা সভার আয়োজন করা হয়।সুজানগর ব্লাড ডোনার ক্লাবের সহ-সভাপতি হাসিবুল ইসলামের সভাপতিত্বে ও ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম শিমুলের সঞ্চালনায় ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও অত্র মাদ্রাসার সেক্রেটারী এটিএম শামসুজ্জামান ডন, সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও অত্র মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সুজানগর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ, ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, শিক্ষক হাফেজ ইলিয়াস ইব্রাহিম ,সুজানগর ব্লাড ডোনার ক্লাবের সাংগঠনিক সম্পাদক বায়জিদ, দপ্তর সম্পাদক নাজমুল নাহিয়ান মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াস ইব্রাহিম, অর্থ বিষয়ক সম্পাদক গোলাম ইয়াসিন, উপ ধর্ম বিষয়ক সম্পাদক রনি মন্ডল প্রমুখ। এর আগে শুরুতে স্বাগত বক্তব্য দেন সুজানগর ব্লাড ডোনার ক্লাবের পরিচালক আলামিন ।আলোচনা সভায় বক্তারা রক্তদান কে একটি সামাজিক আন্দোলনে রুপ দেবার প্রত্যয় ব্যক্ত করেন। পরে দোয়া ও সুজানগর ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে মাদ্রাসার কোমলমতি শিশুদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।