February 20, 2025, 8:00 pm
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবীকে বদলীজনিত কারনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি ঢাকা জেলার ধামরাই পৌর নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী হয়েছেন। মঙ্গলবার(১৮ ফেব্রয়ারী) সুজানগর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে পৌর সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পৌরসভার কর আদায়কারী বাবুল হোসেনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ। আরো বক্তব্য দেন বিদায়ী পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা হেদায়েতুল হক, স্যানেটারী ইন্সপেক্টর আমিরুল ইসলাম, বাজার পরিদর্শক মোতালেব হোসেন, প্রধান সহকারী আল-মামুন, সহকারী কর আদায়কারী সৈয়দ আব্দুর রব, লাইসেন্স পরিদর্শক সুব্রত কুমার কুন্ডু প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবী সুজানগর পৌরসভায় প্রায় ১৫ বছর দায়িত্বপালনকালে সরকারের নির্দেশনা পালনে ছিলেন একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা । তিনি শুধু জনপ্রতিনিধি নন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচারণ করতেন। যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধা করতেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি একজন সজ্জন,মানবিক ও পরোপকারি ব্যক্তি হিসেবে পেয়েছেন পরিচিতি। বিদায়ী বক্তব্যে পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবী বলেন,আমার কর্মজীবনে সেরা সঞ্চয় হিসেবে পেয়েছি এই পৌরসভার মানুষের ভালবাসা। সুজানগর পৌরসভার মানুষ খুবই আন্তরিক। ফলে পৌরসভায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ কাজ করতে পেরেছি। কতুটুকু পেরেছি বলতে পারব না,তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন,সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন। পরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবীকে বিদায় জানান। উল্লেখ্য, ২০০০ সালের ২৩ মে সর্বপ্রথম সিরাজগঞ্জ জেলার শাজাদপুর পৌরসভার সচিব হিসেবে চাকুরি জীবন শুরু করেন। এরপর সোনারগঁা পৌরসভা এবং পরবর্তীতে ২০০৯ সালের ১০ মে সুজানগর পৌরসভায় যোগদান করে তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক। তার গ্রামের বাড়ী পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত রাণীনগর ইউনিয়নের বাঘলপুর গ্রামে। তিনি উপজেলা বিএনপি নেতা ও রাণীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাতাব আলী মৃর্ধার আপন ছোট ভাই। মঙ্গলবার বিদায়ী পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবীকে দেওয়া ওই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সুজানগর পৌরসভার সহকারী কর আদায়কারী আশরাফুল আলম, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর হাসান উদ্দিন, সার্ভেয়ার আব্দুর রাজ্জাক, সহকারী কর আদায়কারী শহিদুল ইসলাম, সবুজ ইসলাম, মোস্তফা কামাল, নাজমুল হক, স্টোর কিপার মুহাম্মদ আলী, উচ্চমান সহকারী বাবুল ইসলাম, আদায়কারী বাজার শাখা সেলিম রেজা, হিসাব সহকারী শরিফুল ইসলাম, সড়কবাতি পরিদর্শক নজরুল ইসলাম, নলকূপ মিস্ত্রি হেলাল উদ্দিন, টিকাদানকারী সুপারভাইজার রেজোয়ানা শারমীন, দেলোয়ার হোসেন, পাম্প চালক রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম,নাজিম উদ্দিন সোহেল, জাহাঙ্গীর আলম জনি, জাফর ইকবাল, স্বাস্থ্য সহকারী মাসুম পারভেজ, পাইপ লাইন মেকানিক রাশেদুল হাসান, টিকাদানকারী আরিফুল ইসলাম, তানিয়া সুলতানা, চম্পা খাতুন, ফটোকপি মেশিন অপারেটর মাসুমা আক্তার, অফিস সহায়ক রেজাউল করিম, দারোয়ান সুলতান মাহমুদ সুজন, অফিস সহায়ক রফিকুল ইসলাম, নৈশ্য প্রহরী লিটন শেখ, অফিস সহায়ক মানিক খন্দকার,ট্রাক হেলপার রিজু মিয়া, অফিস সহায়ক বাবু বিশ্বাস, ট্রাক হেলপার দেলোয়ার হোসেন,অফিস সহায়ক লিপি খাতুন, রুপালী খাতুন, অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের মধ্যে আব্দুল বাছেত বঁাশী,আব্দুস সোবাহান ও আব্দুল্লাহসহ পৌরসভার অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।