February 20, 2025, 7:53 pm
শহিদুল ইসলাম।
মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ-
১৭ই ফেব্রুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন শাখা কর্তৃক দলীয় প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফতেপুর ১নং ওয়ার্ড বিএনপির সদস্য আজগার আলী (ভুলু)কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী দল বিএনপির ফতেপুর ইউনিয়ন শাখা দলীয় প্যাডে লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে উপজেলার ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ফতেপুর গ্রামের আজগার আলী (ভুলু) দলের নীতি আদর্শ পরিপন্থী ও দল সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যম তাহার নিজ নামীয় ফেসবুক আইডিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে অশালীন ভাষা লেখা লেখির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফতেপুর ১নং ওয়ার্ড বিএনপির সদস্য পদ হতে দলীয় নির্দেশক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ দলীয় অঙ্গসংগঠনের বিরুদ্ধে অশালিন ভাষা ও তাহার নিজ নামীয় ফেসবুক আইডিতে বিভিন্ন পর্যায়ে কুরুচিপুর্ণ মন্তব্য লেখার কারণে গত ৪ ফেব্রুয়ারী বিকালে ফতেপুর ইউনিয়ন বিএনপি শাখা কর্তৃক দলীয় কার্যালয়ের সামনে ফতেপুর ইউনিয়ন বিএনপির মহিলা দল সংগঠনের পক্ষ থেকে আজগার আলী (ভুলুর) বিরুদ্ধে ঘন্টা ব্যাপি ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, যুগ্ন সম্পাদক আসলাম পারভেজ লিটন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মীর মোঃ কবীর হোসেন, যুগ্ন সম্পাদক সজল মিয়া সহ সকল ওয়ার্ড সভাপতি / সম্পাদক / মহিলা দল সংগঠন সহ দলীয় অঙ্গসংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন। উক্ত ঝাড়ু মিছিল সমাবেশে বক্তব্য প্রদান করা সহ আজগার আলী ভুলুর বিরুদ্ধে দ্রত ব্যবস্থা গ্রহন ও আইনের আওতায় আনার দাবি জানান।