February 20, 2025, 8:15 pm
পু্িঠয়া (রাজশাহী) প্রতিনিধি: পুঠিয়ার বইমেলা পরিদর্শন করেন রাজশাহী জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামিল। তিনি গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে পুঠিয়া উপজেলা সদরের পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী বইমেলা ও লেকজ সংস্কৃতিক উৎসব-২০২৫ যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম, নুর হোসেন নির্ঝর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব শাফিন আক্তার, বইমেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসবের অন্যতম সংগঠক মফিজুল ইসলাম ডলার। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুঠিয়ার অন্যতম সদস্য রিকো মন্ডল ও অন্যান্য সদস্যরা। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। গত রবিবার (১৬ ফেব্রুয়ারী) থেকে শুরু হয়ে বইমেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসব শেষ হয় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী)। বইমেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসবের অনুষ্ঠানের মধ্যে ছিলো, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লাঠি খেলা, নাটক, লালন সংগীত, লোক সংগীত, গম্ভীরা ও সংগীতা অনুষ্ঠান। মঙ্গলবার বইমেলা ও লেকজ সংস্কৃতিক উৎসবের শেষ দিনে পুরস্কার বিতরণী ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
মোঃ মাজিদুর রহমান মাজদার
পুঠিয়া, রাজশাহী।