February 20, 2025, 8:11 pm
আনোয়ার হোসেন,
নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:
নেছারাবাদে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বরিশাল বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সুচিতা শরমিন-কে প্রধান অতিথি করায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী হয়েছে। তার বিরুদ্ধে ফ্যাসিষ্ট হাসিনার পক্ষে বিবৃতী প্রদান,বরিশাল বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্যাসিষ্ট আখ্যা দেয়া, আওয়ামীলীগের দোসর বলে অভিযোগ এনে ওই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী করা হয়।
উপজেলার আলকিরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয় এবং আলকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯০ তম বার্ষিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শুচিতা শরমিনকে প্রধান অতিথি করা হয়েছিল। অতিথির আগমনের খবর পেয়ে আলকিরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে ওই মানববন্ধন করা হয়।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে ওই মানববন্ধন করা হলেও উপজেলা যুবদল ও ছাত্রদলের কিছু নেতাদের নেতৃত্বে মুলত ওই বিক্ষোভ হয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গির
আলম জানান, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য সুচিতা শরমিন একজন জ্ঞানী মানুষ। তিনি ক্রীড়ানুষ্ঠানের প্রধান অতিথি হয়ে স্কুলে এসেছিলেন। অনুষ্ঠান উদ্ধোধন করে চলে গেছেন। এসময় স্কুলের বাহিরে একটু গ্যানজাম হয়েছিল।
বিদ্যালয়ের সভাপতি ড. মিজান রহমান জানান, সুচিতা শরমিন একজন জ্ঞানি লোক। তিনি অত্র বিদ্যালয়ের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন। এটা একটা খুশির খবর। তিনি আওয়ামীলীগের দোষর নয়। তিনি বর্তমান সরকারের নিয়োগপ্রাপ্ত লোক। এখানে এত রাজনৈতিক দলাদলি আছে জানলে তিনি আসতেন না।
নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আব্দুল্লাহ আল বেরুনি সৈকত জানান, “উপাচার্যকে প্রধান অতিথি করায় স্কুলের বাহিরে মানববন্ধন উচ্ছৃঙ্খলাপনা হয়েছে। যুবদল,ছাত্রদলের কিছু লোক ও তাদের সাথে ছাত্রলীগের কিছু লোক এক হয়ে ঝামেলা করেছে বলে শুনেছি”।