February 20, 2025, 8:09 pm
আলিফ হোসেন,
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপে অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।স্থানীয়দের অভিযোগ, আর্থিক সুবিধার বিনিময়ে নীতিমালা লঙ্ঘন করে বিতর্কিত, অগ্রহণযোগ্য ও অন্য জেলার বাসিন্দাকে গভীর নলকুপের অপারেটর নিয়োগ করা হয়েছে।এদিকে ঘটনা জানাজানি হলে এলাকার কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা বহিরাগত ব্যক্তিকে অপারেটর পদ থেকে অপসারণ করে,স্কীমভুক্ত কৃষকের মাঝে থেকে অপারেটর নিয়োগের দাবি করেছেন। স্থানীয়রা জানান, ওই গভীর নুলকুপে একাধিক কৃষক আবেদন করতে চাইলেও তাদের আবেদন করতে দেয়া হয়নি।অথচ বহিরাগত আওয়ামী মতাদর্শী ব্যক্তি অপারেটর নিয়োগ
জানা গেছে, উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ৫১, ধামধুম মৌজার ৩৬ নম্বর দাগে অবস্থিত বিএমডিএর গভীর নলকুপে অপারেটর নিয়োগ করা হয়েছে ইব্রাহিম খলিলকে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম বাজারের মৃত বেলাল উদ্দিনের পুত্র ইব্রাহিম খলিলুল্লাহ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, অপারেটর নিয়োগ নীতিমালায় বলা হয়েছে,যিনি অপারেটর নিয়োগ পাবেন তিনি কোনো অবস্থাতেই অন্যকোন ব্যক্তিকে দিয়ে নলকুপ পরিচালনা করতে পারবেন না এবং তাকে রাতে নলকুপের ঘরে অবস্থান করতে হবে।এছাড়াও স্থানীয় বাসিন্দা ও ওই নলকুপ স্কীমে তার নিজস্ব ফসলি জমি থাকতে হবে ইত্যাদি শর্ত দেয়া হয়েছে।
এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নিরপেক্ষ ও শতভাগ স্বচ্ছতার সঙ্গে অপারেটর নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, ওই গভীর নলকুপে একটিই আবেদন জমা পড়েছিল।এবিষয়ে জানতে চাইলে অপারেটর ইব্রাহিম খলিলুল্লাহ বলেন,তার জায়গার উপর ডিপ।তিনি ২০০০ সাল থেকে অপারেটর হয়ে আছেন,এবারো তাকে অপারেটর করা হয়েছে।তিনি বলেন,তার বাড়ি অন্য জেলায় হলেও তিনি স্থানীয় ব্যক্তিকে দিয়ে ডিপ চালাচ্ছেন।