February 15, 2025, 10:09 pm
রিপোর্ট : ইমাম বিমান
” সংসদে কোরআনের আলো জ্বালাতে হবে ” কোন মানুষের আইনে নয়, দেশ চলবে কোরআনের আইনে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলাম নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান ঝালকাঠি জেলা কর্মী সম্মেলনে তার বক্তব্যে তুলে ধরে বলেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। কোন টেন্ডার বাজ চাঁদাবাজের স্থান বাংলাদেশে হবে না। শেখ হাসিনা আমাদের দলকে এক তারিখ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আল্লাহর কি রহমত সে পাঁচ তারিখে সে তার দলবল নিয়ে পালিয়ে গিয়েছে। ৫৪ বছরে দেশে কোন মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। এর আগে দিনের ভোট রাতে হয়েছে আপনারা কেউ ভোট দিতে পারেননি।
১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত কর্মীসম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আমীর ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক (এমপি) অধ্যাপক মজিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক বরিশাল অঞ্চল অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং আমীর, বরিশাল মহানগরী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
বক্তব্য রাখেন, জামায়েত নেতা ডঃ ফয়জুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য, বরিশাল অঞ্চল এ.কে.এম ফখরুদ্দীন খান রাযী, লস্কর মোহাম্মদ তসলিম কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লস্কর মোহাম্মদ তসলিম,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আমীর, বরিশাল জেলা অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার, সাবেক এজিএস, বি.এম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ (বাকসু) সিনিয়র সহ-সভাপতি, ব্যবসায়ী বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরশেখ নেয়ামুল করিম প্রমুখ।