February 19, 2025, 8:13 am
এম এ আলিম রিপন ঃ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। শুক্রবার সুজানগর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণ বিএনপির মূল শক্তি, জনগণই আমাদের সবকিছু। তাই আমাদের জনগণের পাশে থাকতে হবে। যদি শহীদ জিয়াকে সত্যিকারভাবে সম্মান জানাতে হয়, তবে জনগনকে ভালবাসতে হবে। তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দলের সব নেতা সমান, কে ছোট নেতা, কে গ্রামের নেতা, কে ইউনিয়নের নেতা, কে বড় নেতা, কে বিভাগীয় নেতা, কে কেন্দ্রীয় নেতা সেভাবে দেখা যাবেনা। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। আমাদেরকে এমনভাবে দঁাড়াতে হবে যাতে জনগণ বুঝতে পারে আমরা তাদের সাথে আছি। উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। নির্মম ইতিহাস তাদের নেতার (শেখ মুজিব) ছবি মূর্তি যেখানে ছিল বাংলাদেশের মানুষ তা মুছে ফেলেছে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম সবার সামনে ভেসে আসছে। কেন, কারণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। এ সময় তিনি আরো বলেন জিয়াউর রহমানকে অনুসরণ করলে আমরা সঠিক পথে এগিয়ে যেতে পারবো। আমরা গত ১৬ বছর ধরে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আন্দোলন করছি। বিএনপির দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই-আগস্টের বিজয় উল্লেখ করেন তিনি বলেন রাজনীতিতে সততার ওপরে কিছু নাই। জিয়াউর রহমান দল, রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে সততার সেই ভিত্তি দিয়ে গেছেন। তাই সবাইকে মনে রাখতে হবে, যদি আমরা সততা দিয়ে এগিয়ে যেতে পারি, বিএনপিকে রুখে দেয়ার সাধ্য কারো নেই। পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ন আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন,নূর মোহাম্মদ মাসুম বগা,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস ও উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল। সুজানগর পৌর বিএনপির দ্বি-বার্ষিক এ কাউন্সিলে ভোটারদের সরাসরি গোপন ভোটে কামাল বিশ্বাস সভাপতি, জসিম উদ্দিন বিশ্বাস সাধারণ সম্পাদক ও মঞ্জু শেখ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিিিনিধি।