February 19, 2025, 7:55 am
আনোয়ার হোসেন,
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //
স্বরূপকাঠিতে জমিজমা বিরোধ এর জের ধরে আনোয়ার মিস্ত্রি নামে একজনকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।জগন্নাথকাঠি ছালেক মিয়ার ছেলে শামিমের বিরুদ্ধে ।অভিযুক্ত শামীম মারধরের কথা শিকার করে বলেন, সে আমার খালার ঘরের কাজে বাধা দেয়ায়ার কারনে মেরেছি। আনোয়ার এ বিষয়ে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
লিখিত অভিযোগ আনোয়ার বলেন, আমি
আমার মামা শশুরের বাড়ীর জায়গা-জমি দেখা শুনা করি। তার জায়ঘা-জমি নিয়ে বিরোধ আছে। যাহা স্থানীয় ভাবে জরিপ করা হলেও বিবাদীদের কারণে মিমাংসানকরা সম্ভব হয় নাই। উক্ত বিরোধের কারণে বিবাদীরা প্রায় সময় আমাকে পথে ঘাটে হুমকী প্রদান করে ।
মঙ্গলবার বিকাল অনুমানিক পাঁচ ঘটিকার সময় মোঃ নাছির তালুকদার এর বাড়ী থেকে কাজ শেষে করে বাড়ীতে যাওয়ার সময় দক্ষিন জগন্নাথকাঠী অটো রিক্সা স্ট্যান্ডে পৌছালে পূর্ব থেকেই ওৎ পেতে থাকা শামিম,নান্না, নুরুল আমিন,এবং অজ্ঞাতনামা কয়েকজন আমার পথ রোধ করে অকথ্য ভাষায় গালি-গালাজ শুরু
করে। এক পর্যায় বিবাদীরা আমাকে এলোপাথারি ভাবে কিল ঘুষি মারিয়া শরীরের বিভিন্নস্থানে জখম করে।আমার মুখের দাত ভেঙ্গে ফেলে।এক পর্যায়ে আমি মাটিতে পড়ে যাই এবং আমার পকেটে থাকা একটি স্যাংস্যাং স্মার্ট ফোন, রুপার চেইন এবং ২০ হাজার টাকা নিয়ে যায়। আমার ডাক চিৎকার শুনিয়া আশ পাশের লোকজন ছুটে আসলে আমি প্রণে রক্ষা পাই।
এ বিষয়ে শামীম মারধরের কথা শিকার করে বলেন, ও কাজ করছে এজন্য মারছি ও কেন কাজে বাধা দিলো,আওয়ামী ক্ষমতায় থাকাকালীন অনেক হেডাম দেখাইছে।
এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বলেন, মারামারি বিষয়ে একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।