February 15, 2025, 1:30 pm
মোতালেব সরকার।।
বগুড়া শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি খননের উৎসব পড়েছে। এলাকার প্রভাবশালী সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম ব্যবহার করে এইসব অবৈধ মাটি ক্ষননের কাজ করা হয়ে থাকে। দিনের বেলায় প্রশাসনের ভয়ে রাতভর পরিশ্রমী মানুষের ঘুম নষ্ট করে এবং রাস্তার ক্ষতি করে মাটি কাটার মহাউৎসব চলে । মাটি দস্যরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করতে পারে না।
এইসব অবৈধ মাটিকাটা বন্ধ করতে সহকারি কমিশনার ভূমি কর্মকর্তা ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিকাল ৪ ঘটিকায় সঙ্গীও ফোর্স নিয়ে ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের দক্ষিণ পাড়ায়, ফসলি জমি নষ্ট করে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এবং রাস্তা ক্ষতি সাধনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা সহ নিয়মিত মামলা করা হয়।
জানা যায়, ছোনকা গ্রামের মোঃ আসুর ছেলে খোইবার এবং মোঃ মোজাফফরের ছেলে রুবেল দীর্ঘদিন অবৈধভাবে ফসলের জমি নষ্ট করে এবং মাটি সরবরাহের কাজে ব্যবহৃত ড্রামট্রাক দ্বারা চলাচলের রাস্তার ক্ষতি করে আসছিল। এলাকার লোকজন নিষেধ করলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ মাটি খনন করছিল।
এ সব মাটি খননের বিষয়ে, সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম বলেন, “অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।