February 15, 2025, 1:39 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দরপত্র আহ্বান অনিয়মের অভিযোগ আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফো-রণে চার শিশুসহ ১১জন দ-গ্ধ বান্দরবানের বাকলাইপাড়ায় সেনা সহায়তায় নিজ বাড়িতে ফিরে এসেছে কুকি চিনের তান্ডবে ঘরছাড়া গ্রামবাসীরা ঘাটাইলে গন অধিকার পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  সুজানগর পৌর বিএনপির কামাল বিশ্বাস সভাপতি, জসিম বিশ্বাস সাধারণ সম্পাদক ও  মঞ্জু শেখ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত মোংলায় আ’লীগ নেতার ফাঁ-সির দাবীতে মানববন্ধন বিশ্ব বাজারে আজও অপ্রতিদ্বন্দ্বী রাজশাহী সিল্ক বরগুনার তালতলীতে সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা কুড়িগ্রামের বামনডাঙ্গা ইউনিয়নে বদলে যাচ্ছে চরাঞ্চলের জীবন যাত্রা লছিটিতে ইমান উদ্দিন হাওলাদার জামে মসজিদ ও মাদ্রাসার শুভ উদ্বোধন
কুড়িগ্রামের বামনডাঙ্গা ইউনিয়নে বদলে যাচ্ছে চরাঞ্চলের জীবন যাত্রা

কুড়িগ্রামের বামনডাঙ্গা ইউনিয়নে বদলে যাচ্ছে চরাঞ্চলের জীবন যাত্রা

এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নের দুধকুমার নদীর দক্ষিণ পাড় চরাঞ্চলের জব্বারের মোড় থেকে বন্দুবাজার পর্যন্ত ২কিলোমিটার কোন রাস্তা ঘাট না থাকায় বিকল্প অবলম্বন ধু-ধু বালু চরে হেঁটে চলাচল প্রতিনিয়ত। চলতি বছর বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে উক্ত চরাঞ্চলে গ্রামীণ কাঁচা সড়ক নির্মাণে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নতি হয়েছে। রাস্তাটি পাকা করণের দাবি স্থানীয়দের।

সরেজমিনে গিয়ে জানা গেছে, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লুএফপি) অর্থায়নে ও আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম তত্ত্বাবধায়নে বামনডাঙ্গা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনি বিধিমালা অনুসারে জব্বারের মোড় থেকে বন্দুবাজার পর্যন্ত ২কিলোমিটার কাঁচা রাস্তা তৈরি এবং রাস্তার দুই ধারে জিও ব্যাগ ও ঘাস লাগিয়ে সঠিকভাবে গত (১৫জানুয়ারি ২০২৫খ্রিঃ) সঠিকভাবে শেষ করেন। ফলে জনগন সুফল পাচ্ছেন এবং রাস্তাগুলো প্রশস্ত ও দৃশ্যমান । চোখে পরলেই মনে হয় আমরা যেন একটি পর্যটন এলাকায় অবস্থান করছি।

স্থানীয় নুর ইসলাম, সেকেন্দার আলী, কুরবান আলীসহ অনেকে বলেন, ডাব্লুএফপির অর্থায়নে বামনডাঙ্গা ইউনিয়নের চরাঞ্চলে কাঁচা রাস্তা শতভাগ নির্মাণ হওয়ায় আমরা অনেক খুশি। এই রাস্তা দিয়ে কচাকাটা থানার সাথে দ্রুত যোগাযোগ করাসহ কৃষি ক্ষেতে উন্নয়ন এবং বন্যাকালে এ চরাঞ্চলের মানুষ বিভিন্ন সুবিধা ভোগ করবেন।

আরডিআরএস বাংলাদেশ নাগেশ্বরীর ইঞ্জিনিয়ার শাহাদত জামান, ডাব্লুএফপির অর্থায়নে কাঁচা রাস্তা তৈরি সঠিকভাবে শেষ হয়েছে। অবশিষ্ট চরাঞ্চলের আরও কিছু রাস্তা নির্মাণের প্রক্রিয়া চলছে।

বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনি বলেন, ডাব্লুএফপির অর্থায়নে ও আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম তত্ত্বাবধায়নে ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বিধিমালা অনুসারে জব্বারের মোড় থেকে বন্দুবাজার পর্যন্ত ২কিলোমিটার রাস্তা নির্মাণ শেষ হয়েছে এবং কাজ চলমান রয়েছে। এতে চরাঞ্চলের মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। সংশ্লিষ্ট উধ্বতর্ন কর্তৃপক্ষের কাছে রাস্তাটি পাকা করণের জোর দাবি জানাচ্ছি।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, চরাঞ্চলের জীবন মান উন্নয়নের লক্ষে ডাব্লুএফপি ভালো ভূমিকা রেখেছেন। চরাঞ্চলের আরও অনেক কাঁচা এভাবে নির্মাণ হোক আশা করছি।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লুএফপি) রংপুর বিভাগের প্রধান বিধিকা বিশ্বাস বলেন, বামনডাঙ্গা ইউনিয়নের চরাঞ্চলে কোন রাস্তা ঘাট না থাকায় আমরা আরডিআরএসের মাধ্যমে এলাকার মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এ রাস্তা নির্মাণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD