February 19, 2025, 12:50 am
সুজানগর প্রতিনিধি : সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন আব্দুস সালাম মোল্লা। দলের তৃণমূল ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে রাতদিন ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। এ সময় ভোটারেরাও আব্দুস সালাম মোল্লাকে ভোট দিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করবেন বলে আশ্বস্ত করছেন। পৌরসভার বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা আব্দুস সালাম মোল্লার রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে জানান, ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সালাম মোল্লা। সালাম মোল্লা (১৯৮৯-১৯৯১) সাল পর্যন্তবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ শাখার সভাপতি, (১৯৯২-১৯৯৬) সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুজানগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, (২০০৯-২০১৯) সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ০৩ নং ওয়ার্ড সুজানগর পৌর শাখার সভাপতি, (২০১০-২০১৫) সাল পর্যন্ত সুজানগর পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক, (২০১৫-২০১৮) সাল পর্যন্ত জাতীয়তাবাদী দল সুজানগর পৌর শাখার সাধারণ সম্পাদক, (২০২০-২০২৩) সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সম্মানিত সদস্য এবং জাতীয়তাবাদী দল সুজানগর পৌর শাখার বর্তমানে যুগ্ন আহব্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছে।এছাড়া বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে আব্দুস সালঅম মোল্লার উপর নির্যাতনের বর্ণনা উল্লেখ করে তৃণমূলের নেতাকর্মীরা আরও বলেন, ১৯৯০ স্বৈরাচার পতনের গণ আন্দোলনের রাজপথে সক্রিয় ভুমিকা পালন করেছেন, ১৯৯৬-২০০১ পর্যন্ত আওয়ামী সরকার কর্তৃক বিভিন্ন মিথ্যা মামলায় ও হামলার স্বীকার হয়েছেন। মিথ্যা মামলা থাকার কারণে মা-বাবা পরিবার ছেলে পলাতক জীবন যাপন এবং বসবাস কৃত বাড়ী-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে ভাংচুর ও লুটপাটের মাধ্যমে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এবং ২০১৪ সালের হাসিনার অবৈধ্য নির্বাচন বয়কট আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করেন।২০১৫ সালে কেন্দ্র ঘোষিত কালো পতাকা মিছিলে আওয়ামী সন্ত্রাসীদ্বারা নির্যাতনের স্বীকার হন। বর্তমানেও শহিদ জিয়ার আদর্শ বুকে ধারন করে গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রীর মুক্তি আন্দোলনের সকল কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন সালাম মোল্লা। আগামী দেশনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী এবং সুজানগর পৌরসভার বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আব্দুস সালাম মোল্লার মত নিবেদিত প্রাণ একজন নেতাকেই আমরা ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করতে পারব ইনশআল্লাহ। উল্লেখ্য,গণতান্ত্রিক পদ্ধতিতে এবার গঠন করা হবে সুজানগর পৌর বিএনপির কমিটি। ৬৩৯ তৃণমূল নেতাকর্মীর প্রত্যক্ষ ভোটে পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে। ১৪ ফেব্রুয়ারি সুজানগর পৌর বিএনপির সম্মেলনে এ ভোটাধিকার প্রয়োগের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ১৭ বছর পর প্রথমবারের মতো স্বচ্ছ ব্যালট পেপারে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের আয়োজনে খুশি নেতাকর্মীরা। এতে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মুল্যায়ন বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পৌর বিএনপির সাংগঠনিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।দলীয় সূত্রে জানা গেছে, নেতাকর্মীরা জানান, ২৪ এর গণঅভ্যুত্থানের পর দলের অভ্যন্তরে পরিপূর্ণ গণতন্ত্র চর্চার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে কমিটিগুলো সম্পন্ন করা হয়। ১৪ ফেব্রুয়ারি পৌর বিএনপির সম্মেলনে এসব কমিটির সব সদস্য ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতৃত্ব নির্বাচন করবেন।এরই মাঝে নির্বাচন কমিশন গঠন করার কাজ চলছে। কমিশন স্বচ্ছ ভোটের ব্যবস্থা করবেন বলে জানা গেছে। এতে গোপন বুথ এবং ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাবে তৃণমূল।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।