February 19, 2025, 12:43 am
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
সকল সাংবাদিকের আস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা ও শুভ শুভ শুভদিন জাতীয় সাংবাদিক সংস্থার জন্মদিন এই স্লোগানকে সামনে রেখে ১২ই ফ্রেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় জহুরুল হক চৌধুরী হলে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় সংগীত দিয়ে শুরু করে আলোচনা সভা, কেক কাটা আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এ সময় অনেকেই বক্তব্য রাখেন এর মধ্যে জাতীয়
সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা , মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের ছোট ছেলে মনজুর হোসেন, তার বক্তব্যে বলেন আমার বাবা এই সংস্থাটিকে নিজের সন্তানের মত লালন পালন করেছেন তাই আমি এই সংস্থার ৫০ বছর পূর্তির আগেই সংস্থার নামে ভবন তৈরি করার প্রতিশ্রুতি দিলাম।
সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন এর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর মহাসচিব কাদের গণি চৌধুরী, সহ সভাপতি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মো. শহিদুল ইসলাম, সংস্থার উপদেষ্টা মো. আবুল বাসার মজুমদার, প্রতিষ্ঠা সদস্য, মো. শাহজাহান মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. হাসান সরদার জুয়েল,জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর সভাপতি মোঃ শাহ আলম স্বপন ও সাধারণ সম্পাদক আহমেদ আলি। মো. আতিকুর রহমান আজাদ, মো. জামাল হোসেন, মিজানুর রহমান প্রিন্স, মো. বায়রুল ইসলাম, নীতি নির্ধারণী পরিষদ সদস্য মোহাম্মদ মঞ্জুর হোসেন, যুগা মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, সহকারী মহাসচিব মো. সরকার জামাল হোসেন, সাংগঠনিক সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন, মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, অর্থ সচিব মো. আবেদ আলী, প্রেসিডিয়াম সদস্য মো. আতিকুর রহমান, মো. আনারুল হক, পরিকল্পনা সচিব মো. সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ, ঢাকা বিভাগের আহ্বায়ক মো. আনিসুর রহমান প্রধান, ঢাকা জেলা কমিটির আহবায়ক মো. মহসিন উদ্দিন, মাদারীপুর জেলা কমিটির সভাপতি মো. ফয়জুল কবির সহ নেতৃবৃন্দরা।