February 19, 2025, 12:50 am
এম এ আলিম রিপন ঃসুজানগর পৌর বিএনপির শীর্ষ তিন পদে এবার ব্যালটের মাধ্যমে ভোট হয়ে নেতা নির্বাচন করা হচ্ছে। শুক্রবার(১৪ ফেব্রয়ারী) সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এই ভোট অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ১৭ বছর পর প্রথমবারের মতো স্বচ্ছ ব্যালট পেপারে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের আয়োজনে খুশি নেতাকর্মীরা। বিএনপির নেতারা জানান, প্রায় ১৭ বছর পর দ্বিবার্ষিক পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাউন্সিলরদের সরাসরি ভোট হচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে এবার গঠন করা হবে সুজানগর পৌর বিএনপির কমিটি। ৬৩৯ তৃণমূল নেতাকর্মীর প্রত্যক্ষ ভোটে পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে। এ নির্বাচনে পৌর বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়েছেন কামাল হোসেন বিশ্বাস ও তোরাব আলী। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আব্দুস সালাম মোল্লা, জসিম উদ্দিন বিশ্বাস ও মজিবর খঁান এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ইয়াকুব আলী ও মঞ্জু শেখ। খেঁাজ নিয়ে জানা যায়, নির্বাচন ঘিরে চলছে প্রার্থীদের ব্যাপক প্রচারণা। চলছে মোটরসাইকেল শোভাযাত্রা। বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে পোস্টার-ব্যানার। গত কয়েক দিন পৌরসভার বিভিন্ন এলাকার তৃণমূল ভোটারদের সঙ্গে কথা বলেছেন প্রতিবেদক এম এ আলিম রিপন। তৃণমূলের ভোটারেরা এ প্রতিবেদককে বলেন, এত দিন বিরোধী দলে থাকা অবস্থায় যঁারা মাঠে ছিলেন, হামলা মামলার শিকার হয়েছেন, বিএনপির কর্মী-সমর্থকদের পাশে ছিলেন, তঁাদেরই নেতা নির্বাচিত করতে ভোট দেবেন। কেউ বলছেন, যঁাদের ভোট দিলে দল শক্তিশালী হবে, তঁাদেরই বেছে নেবেন ভোটাররা। আবার কেউ কেউ বলছেন, তুলনামূলক ভদ্র ও বিনয়ী নেতাদের ভোট দেবেন। দলীয় সূত্রে জানা গেছে, ২৪ এর গণঅভ্যুত্থানের পর দলের অভ্যন্তরে পরিপূর্ণ গণতন্ত্র চর্চার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে কমিটিগুলো সম্পন্ন করা হয়। ১৪ ফেব্রুয়ারি সম্মেলনে এসব কমিটির সকল সদস্য ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। এতে গোপন বুথ এবং ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাবে তৃণমূল। তবে সুজানগর পৌরসভার ওয়ার্ড কমিটি গঠন নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে বিতর্ক। স্থানীয় বিএনপির অনেক সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত ব্যক্তি এবং আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত এমন অনেক ব্যক্তিকেই ওয়ার্ড কমিটিতে ঠঁাই দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে বর্তমানে পৌর বিএনপির আহ্বায়ক এ নির্বাচনে সভাপতি প্রার্থী কামাল হোসেন বিশ্বাস ফেসবুকে করা মন্তব্য মিথ্যা দাবি করে তিনি বলেন, নেতা নির্বাচিত করতে গণতান্ত্রিক প্রক্রিয়া বেছে নেওয়া হয়েছে। এতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা উচ্ছ্বসিত। তঁারা মূল্যায়ন পাচ্ছেন। ইতিমধ্যে ভোট উৎসব সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হলে কারও কোনো ক্ষোভ বা কষ্ট থাকবে না, আবার তৃণমূল পর্যায়ে বিএনপি চাঙা হবে।