February 19, 2025, 12:49 am
মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে সহযোগিতা করেছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দীন খাঁন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামে গত মঙ্গলবার ভয়াবহ সেই অগ্নিকান্ডের ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুঃখ প্রকাশ করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৯ বস্তা চাল দিয়ে সহযোগিতা করেন তিনি। এসময় ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবু কালাম আজাদ, সাংবাদিক তরিকুল ইসলাম, আমজাদ সহ ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দীন খাঁন বলেন, তিনি ব্যবসায়ীক কাজে ঢাকায় অবস্থান করায় তাৎক্ষণিক ঘটনস্থলে উপস্থিত হতে পারেননি। গতকাল ১২ ফেব্রুয়ারি বাড়ি ফিরেই আজ আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে সরেজমিনে ছুটে আসেন। তিনি বলেন, অপসারণ হওয়া উপজেলা চেয়ারম্যান পদ ফিরে পেলেই পুড়ে যাওয়া ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন।
মুহম্মদ তরিকুল ইসলাম।।