February 19, 2025, 1:02 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ১০১ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নেছারাবাদে ক্রীড়ানুষ্ঠানে বরিশাল বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যকে প্রধান অতিথি করায় মানববন্ধন ও বিক্ষোভ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ১৩ জুয়ারি আটক তানোরে অপারেটর নিয়োগে অনিয়ম নড়াইলে হিন্দু বৃদ্ধা শুভা রাণী বিশ্বাস’র জমি দ-খল ও ঘরবাড়ি ভাঙচুর থানায় অভিযোগ সুজানগর পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবীকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান মহেশপুরে আজগার আলী (ভুলু)কে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় পদ থেকে বহিষ্কার পুঠিয়ার বইমেলা পরিদর্শন করেন রাজশাহী জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার তানোরে জামিনে বেরিয়ে বাদিকে হ-ত্যার হু-মকি প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন আশুলিয়ায় দৈনিক যুগান্তর পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তানোর-গোদাগাড়ীতে ভুয়া জেলের কবজায় পুকুর ইজারা

তানোর-গোদাগাড়ীতে ভুয়া জেলের কবজায় পুকুর ইজারা

আলিফ হোসেন,
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় ভুয়া মৎস্যজীবীদের কব্জায় সিংহভাগ সরকারি খাস পুকুর। তানোর ও গোদাগাড়ীর মাঠে-মাঠে, গ্রামে-গ্রামে শত শত সরকারি খাসপুকুর। তিন বছরের জন্য এসব পুকুর ইজারা দেয় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। নীতিমালা অনুযায়ী, পুকুর ইজারা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার মৎস্যজীবী সমবায় সমিতির। তাই এই পুকুর ইজারা নিতে সৃষ্টি হয়েছে ভুয়া মৎস্যজীবী সমিতি। একজনও মৎস্যজীবী নেই—এমন বেশ কিছু সমবায় সমিতি আছে তানোর ও গোদাগাড়ীতে।
এদিকে জেলার তানোর ও গোদাগাড়ী উপজেলার এমন নামসর্বস্ব সমবায় সমিতির ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা সমবায় কর্মকর্তার কাছে সম্প্রতি লিখিত অভিযোগ করেছেন গোদাগাড়ী ও তানোরের দুজন মৎস্যজীবী। অভিযোগে তারা বলেছেন, ভুয়া সমিতি পুকুর বাগিয়ে নেওয়ার কারণে প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত হয়েছে। তবে জেলা সমবায় কর্মকর্তা এ পর্যন্ত তদন্তই শুরু করেননি।
জানা গেছে, নীতিমালা অনুযায়ী, সমবায় সমিতি করতে হলে কমপক্ষে ২০ জন জেলে কার্ডধারী (এফআইডি) মৎস্যজীবী সদস্য থাকতে হবে। তবে এই নীতিমালা উপেক্ষা করে মোটা অঙ্কের টাকা কিংবা আওয়ামী লীগের আমলে দলীয় প্রভাবে সমবায় সমিতি নিবন্ধন পেয়েছে বলে অভিযোগ রয়েছে।অধিকাংশ সমিতিতে রয়েছে নির্মাণ শ্রমিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ।
এদিকে লিখিত অভিযোগে বলা হয়, গোদাগাড়ী উপজেলায় ৪৮টি নিবন্ধিত মৎস্যজীবী সমিতি রয়েছে। এগুলোর মধ্যে ১৬টি মৎস্যজীবী সমিতিতে একজনেরও এফআইডি নেই। সমিতিগুলো হলো সূর্যসেনা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, হরিশংকরপুর মৎস্যজীবী সমবায় সমিতি, কাঁকনহাট মৎস্যজীবী সমবায় সমিতি, একতা মৎস্যজীবী সমবায় সমিতি, ফরিদপুর মৎস্যজীবী সমবায় সমিতি, জিওলমারী মৎস্যজীবী সমবায় সমিতি, মায়ের দোয়া মৎস্যজীবী সমবায় সমিতি, জোতগোসাইদাস ভগবন্তপুর মৎস্যজীবী সমবায় সমিতি, শাপলা মৎস্যজীবী সমবায় সমিতি, হরিনবিস্কা মৎস্যজীবী সমবায় সমিতি, বরেন্দ্র মৎস্যজীবী সমবায় সমিতি, গোদাগাড়ী পৌর মৎস্যজীবী সমবায় সমিতি, স্লুইসগেট মৎস্যজীবী সমবায় সমিতি, মোল্লাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি, রামনগর মৎস্যজীবী সমবায় সমিতি ও মাধবপুর মৎস্যজীবী সমবায় সমিতি।
অপরদিকে তানোর উপজেলায় রয়েছে ৮টি মৎস্যজীবী সমবায় সমিতি।
একজন কার্ডধারী নিয়ে শ্রীমন্তপুর মৎস্যজীবী সমিতিকে নিবন্ধন দেওয়া হয়েছে। তিনজন কার্ডধারী নিয়ে কামিরপাড়া মৎস্যজীবী সমবায় সমিতিকে, দুজন কার্ডধারী নিয়ে চান্দলিয়া কুমরপুর মৎস্যজীবী সমবায় সমিতি, মাটিকাটা মৎস্যজীবী সমিতি ও মাদারপুর মৎস্যজীবী সমিতি নিবন্ধন পেয়েছে। তিনজন কার্ডধারী নিয়ে আলীপুর মৎস্যজীবী সমিতি ও রাজাবাড়ীহাট মৎস্যজীবী সমিতিকে নিবন্ধন দেওয়া হয়েছে। চারজন কার্ডধারী নিয়ে দেওয়ানপাড়া মৎস্যজীবী সমিতি ও মাদারপুর দক্ষিণ জেলেপাড়া মৎস্যজীবী সমিতি নিবন্ধন পেয়েছে। তাঁদের মধ্যে সদস্য হিসেবে রয়েছেন নির্মাণশ্রমিক, নির্মাণকাজের ঠিকাদার, কাঠমিস্ত্রি, স্কুলশিক্ষক, মসজিদের ইমাম, প্রবাসী, দোকান ব্যবসায়ী, আড়তদার ও কৃষক।
এ বিষয়ে কথা হয় কামিরপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য এনামুল হক তোতার সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের সমিতিতে ১৬-১৭টা কার্ডধারী সদস্য আছে। তবে আমার নিজের কার্ড নেই।’ কার্ড না থাকলেও সমিতির সদস্য কীভাবে হলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আগে সমিতি করতে জেলে কার্ড লাগত না। তখন সদস্য হয়েছি। পরে সরকার যখন জেলে কার্ড বাধ্যতামূলক করল, তখন আমরা পাইনি। এটা দলীয়করণ হয়েছে। নেতা-গোতা, অন্য পেশার মানুষ টাকা দিয়ে কার্ড নিয়েছে। প্রকৃত জেলেরা এখনো সবাই কার্ড পায়নি।’
এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, ‘সমিতিগুলো নিবন্ধনের সময় মৎস্য অফিস থেকে যদি প্রত্যয়ন নিয়ে নিবন্ধিত হতো, তাহলে ২০১৪ সালে সরকার যখন এফআইডি কার্ড দেওয়া শুরু করল, তখন তাঁরা এফআইডি কার্ডধারী সদস্য হতেন। কিন্তু তাঁরা প্রকৃত মৎস্যজীবীই নন। তাই কার্ড পাননি। এই সমিতিগুলোর জন্য আমরা প্রকৃত মৎস্যজীবীরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।’
অভিযোগে বলা হয়, গোদাগাড়ীতে সম্প্রতি ২ হাজার ২৩৬ ও তানোরে ২৬৫টি পুকুর ইজারা দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নামসর্বস্ব এসব ভুয়া সমিতি ইজারা প্রক্রিয়ায় অংশ নিতে দরপত্র জমা দিয়েছে। ২০০৯ সালের জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী, মৎস্যজীবী সমিতি পুকুর পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তাই প্রকৃত জেলেরা বঞ্চিত হবে। স্থানীয় প্রভাবশালীরা ভুয়া মৎস্যজীবী সেজে সমিতি নিবন্ধন করে অবৈধভাবে সুবিধা গ্রহণ করছে।
এদিকে তানোরের অভিযোগকারী ওই মৎস্যজীবী অভিযোগে বলেছেন, একই সমিতি গোদাগাড়ীতে যেমন ইজারা প্রক্রিয়ায় অংশ নিয়েছে, তেমনি তারা তানোরেও অংশ নিয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী তারা শুধু দুটি পুকুর বরাদ্দ পাবে। দুই উপজেলায় এই চক্র বেশি পুকুর নিতে চায়।
অন্যদিকে প্রকৃত মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নামসর্বস্ব সমিতির মাধ্যমে প্রভাবশালী সিন্ডিকেট বছরের পর বছর সরকারি খাসপুকুর ইজারা নিচ্ছে। ইজারা প্রক্রিয়ার শুরুতেই তাঁরা সিন্ডিকেট করে ফেলেন। এর মাধ্যমে তাঁরা নামমাত্র দাম দেন দরপত্রে। বার্ষিক ইজারামূল্য ২ লাখ হবে, এমন পুকুর সিন্ডিকেট নেয় ১০ থেকে ২০ হাজার টাকায়। কয়েক দিনের মধ্যেই তাঁরা আবার প্রকাশ্যে এসব পুকুর ডাক দেন। আবার অনেক সময় ডাক না দিয়েও প্রকৃত মৎস্যজীবীদের কাছে চড়া দামে বিক্রি করে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, পুকুর ইজারা প্রক্রিয়ায় অংশ নেওয়ার আগে এসব সমিতিকে স্থানীয় মৎস্য কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়ন নিতে হয় যে, সমিতিতে ২০ জন কার্ডধারী জেলে রয়েছেন। এবার গোদাগাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. অহিদুজ্জামানের কাছে সমিতিগুলো প্রত্যয়ন নিতে গেলে তিনি দেখেন, সব সমিতিতে ২০ জন কার্ডধারী সদস্য নেই। তিনি প্রত্যয়নে সেটিই লিখে দিচ্ছিলেন। একটি ভুয়া সমিতিকে তিনি প্রত্যয়ন দিতে না চাইলে মৎস্য কর্মকর্তার সঙ্গে মারমুখী আচরণও করেন পুকুর সিন্ডিকেটের এক সদস্য। পরদিন অবশ্য মৎস্য কর্মকর্তার কাছে গিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি।
স্থানীয় মৎস্যজীবীরা বলছেন, সমবায় কর্মকর্তার কার্যালয় মাঝে মাঝে সমিতিগুলো নিয়ে অডিট (নিরীক্ষা) করলেও এসব অনিয়ম উঠে আসে না। কর্মকর্তাদের খুশি করে নিরীক্ষা প্রতিবেদন করিয়ে নেয় সমিতিগুলো। ফলে প্রকৃত জেলে না থাকলেও সমিতিগুলোর নিবন্ধন বাতিল হয় না।
এ বিষয়ে জানতে চাইলে জেলার ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলাম বলেন, ‘আগে কী হয়েছে, সেটা বলতে পারব না। তবে এখন মৎস্যজীবী কার্ড না থাকলে নিবন্ধন দেওয়া হয় না।’ ভুয়া সমিতিগুলোর ব্যাপারে অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘তানোরের একজন মৎস্যজীবী অভিযোগ করেছেন। আমি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। যোগাযোগ হলে দ্রুতই তদন্ত শুরু হবে। তা না হলেও বিষয়টি খতিয়ে দেখা হবে।’

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD