February 5, 2025, 6:49 am
শহিদুল ইসলাম,
মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে জাতীয়তাবাদী মহিলা দল গঠন ও কর্মী সমাবেশের উদ্দ্যোশ করে ইউপির ফতেপুর গ্রামের আজগর আলী ভুলু ( md Asgar Ali) তার নিজ নামের ফেসবুক আইডিতে উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খাঁন ও জাতীয়তাবাদী মহিলা দল গঠনকে নিয়ে বিভিন্ন কুরুচি পুর্ণ ভাষা স্টাটার্স দেওয়ার প্রতিবাদে ৪ ফেব্রুয়ারী বিকালে ফতেপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে জাতীয়তাদী মহিলা দল সংগঠনের পক্ষ থেকে আজগর আলী ভুলুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল সহ অবিলম্ভে গ্রেপ্তারের দাবীতে শত শত মহিলারা একত্রিত হয়ে বিশাল এক ঝাড়ু মিছিল ও মানব বন্ধন করা হয়েছে।
উক্ত ঝাড়ু মিছিল ও মানব বন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মহি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক মীর মোঃ কবীর হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ সজল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ উমর আলী ভুইয়া, ২নং ওয়ার্ড মহিলা দলের সভা নেত্রী মোছাঃ মাছুরা খাতুন, মধুমালা মধু, আসমা খাতুন, ৭নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী মোছাঃ শিরিনা খাতুন, ফাহিমা বেগম, রেহেনা আক্তার, সোনিয়া আক্তার লতা। এসময় ফতেপুর ইউপির বিভিন্ন ওয়ার্ডের মহিলা / পুরুষ সহ শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।