February 1, 2025, 10:01 pm
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) পঞ্চগড় জেলা আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এ্যাডভোকেট মো. জিল্লুর রহমান খাঁনকে আহবায়ক, এ্যাডভোকেট ওয়ালীউল্লাহ সামসুদ জামানকে সদস্য সচিব এবং মো. মামুনুর রশিদ বাবুকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মো. আবু সাহিদ, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আব্দুল্লা আল মোতি, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আব্দুল্লা আল আরাফাত বাঁধন, যুগ্ম আহবায়ক মোজাফফর রহমান, যুগ্ম আহবায়ক শাকিল আল রাহি, যুগ্ম আহবায়ক রাসেল রানা, যুগ্ম আহবায়ক খালিদ হাসান রুবেল, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক মকবুলার রহমান, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক মোমিনুর ইসলাম, যুগ্ম আহবায়ক আবু ইমরান, যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ, যুগ্ম আহবায়ক আলী মর্তুজা, যুগ্ম আহবায়ক নাইমুর রহমান সাহস, যুগ্ম আহবায়ক ইমরান আরমান ও যুগ্ম আহবায়ক মোহাইমিনুন ইসলাম, সদস্য আজিজুর রহমান আসিফ, সদস্য আতাউল্লাহ্, সদস্য নুর আমিন, সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, সদস্য শাহরিয়ার প্রধান সবুজ, সদস্য জুয়েল হোসেন, সদস্য আসাদুজ্জামান রনি, সদস্য পলাশ হোসেন, সদস্য আলতামিকা আহনাফ উৎস, সদস্য গোলাম গাউচ, সদস্য মোস্তফা আলম এবং সদস্য আক্তার হোসেন।
জানা যায়, ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পঞ্চগড় জেলা মেয়াদ উত্তীর্ণ সাংগঠনিক কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সক্রিয় নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দরা জানান, এই কমিটি পঞ্চগড় জেলার মানুষের উন্নয়ন ও সমাজ কল্যাণমূলক কর্মকান্ডে ব্যাপক ভূমিকা রাখবে। কমিটি গঠনের ফলে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের পঞ্চগড় শাখার কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার সামাজিক উন্নয়নে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
এসময় নতুন কমিটির আহবায়ক এ্যাডভোকেট মো. জিল্লুর রহমান খাঁন এবং সদস্য সচিব এ্যাডভোকেট ওয়ালীউল্লাহ সামসুদ জামান সামাজিকভাকে সেবা প্রদান ও উন্নয়নমূলক কার্যক্রমে ব্যাপক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ পঞ্চগড় জেলা সবার সহযোগিতা ও অংশগ্রহনে আরও একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে যেনো এলাকার উন্নয়নমূলক কার্যক্রমে গতি আনা সম্ভব হয়।
মুহম্মদ তরিকুল ইসলাম।