January 22, 2025, 2:51 pm
শেখ ইমন আহমেদ মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। মাধবপুর উপজেলায় বিভিন্ন এলাকায় বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে।
উপজেলায় বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়- ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে। মাঠে পরিচর্চার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
বীজ বপনের দুই মাসের মধ্যেই সরিষা ঘরে উঠে আসে। সরিষা উঠিয়ে ধান চাষ করতে কোনো সমস্যা হয় না এবং ধানের ফলনেও কোনো প্রভাব পড়ে না। তার মতে সরিষার আবাদ করা মানেই অতিরিক্ত লাভের মুখ দেখা। একইভাবে অভিব্যক্তি প্রকাশ করেন অসংখ্য কৃষক। আশার আলো দেখে তাঁরা উল্লসিত।
মাধবপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের সরিষা চাষি মনির হোসেন বলেন, দেশে ভোজ্য তেলের দাম বেড়েই চলছে, তাই তেলের চাহিদা মেটাতে আমি সরিষার চাষ করছি। প্রতি বছর বাড়ির জন্য ৩০শতক সরিষা চাষ করতাম। কিন্তু মানুষের চাহিদা পূরন করতে আরও ৪বিঘা বেশি সরিষার চাষ করেছি।
উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের আব্দুল কাদির বলেন, প্রতি বছর আমি জমিতে সরিষা চাষ করি। এ বছর পাঁচ বিঘা জমিতে সরিষার চাষ করেছি। তেলের চাহিদা মেটাতে আমি বেশি করে সরিষার চাষ করছি।তিনি আরও বলেন,আমরা যেন সরিষা ন্যায্য দামের বিক্রয় করতে পারি কৃষি অফিসার কাছে অনুরোধ জানান।
মাধবপুর উপজেলা কৃষি অফিসার সজীব সরকার বলেন, চলতি মৌসুমে উপজেলায় ১০৫০ হেক্টর জমিতে সরিষার চাষ করেছে কৃষকেরা। আমরা মোট সরকারি প্রণোদনা ৮১০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান করেছি।বাকিটুকু কৃষকরা নিজে সরিষা বীজ রোপণ করেছে।