January 15, 2025, 8:28 am
আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বেলতলা কুল বাজার এখন জমজমাট। মৌসুমী ফল কুলে ভরে উঠেছে এখানকার কুল বাজার। কুলের মৌসুমে আড়তে কুল বেচাকেনার হিড়িক পড়ে যায। পৌষ,মাঘ ও ফাল্গুন মাস ব্যাপি বাজারে কুলের বেচাকেনা চলে।
বেলতলা কুল বাজার থেকে প্রতিদিন ৫ থেকে ১০ ট্রাক কুল রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে রপ্তানি হয়। বর্তমানে কুল এই অঞ্চলের অর্থকারী ফসল হিসেবে পরিচিতি লাভ করেছে । দেশের কোথাও কোথাও এই ফলটি বরই নামে পরিচিত।
যশোর ও সাতক্ষীরার সীমান্তবর্তী শার্শা ও কলারোয়া উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে কৃষকরা বিভিন্ন জাতের কুলের চাষ করছেন। কুল চাষ এলাকার কৃষকদের কাছে খবই জনপ্রিয় হয়ে উঠেছে।
কৃষকরা টক কুলের পাশাপাশি থাই, আপেল ও নারকেল কুলের চাষ করছেন। এছাড়াও বল কুল, বেরি কুল, গাজি পুরি ও বল সুন্দরী কুলেরও বেশ জনপ্রিয়তা রয়েছে। কৃষকরা এমৌসুমে থাই ও আপেল কুল প্রতি কেজি ৬০ থেকে ১৫০ টাকা,বল কুল-৭০ থেকে ১২০ টাকা, টক লাল সাদা ৪৫ থেকে ৯০টাকা,গাজীপুরী টক কুল,৪০ থেকে ৭০ টাকা,বেবি কুল ৬০ থেকে ৮০ টাকা,বল সুন্দরী ৭০ থেকে ১০০ টাকা দরে পাইকারী বিক্রি করছেন।
কুল চাষি হাসানুজ্জামান ও তরিকুল ইসলাম জানান,তারা গত পাঁচ বছর ধরে কুলচাষ করছেন। এ বছর তিনি সাড়ে ৪ বিঘা জমিতে থাই আপেল কুল চাষ করেছেন। গত বছরও ৩ বিঘা কুল চাষ করেছিলেন। গত বছরের থেকে এ বছর গাছে অনেক কুল ধরেছে এবং অনেক বেশী দামে কুল বিক্রি করছেন। এভাবে যদি শেষ পর্যন্ত বিক্রি করতে পারেন তাহলে এ বছর অনেক লাভবান হতে পারবেন বলে জানান।
সিলেট থেকে আসা কুল ব্যাবসায়ী রায়হানুজ্জান ও আকরাম আলী জানান, তারা ১৫ বছর যাবত আম,কুল, তরমুজ,আনারস সহ বিভিন্ন মৌসুমি ফলের ব্যবসার সঙ্গে জড়িত। সেই কারণে প্রতিবছরই বেলতলার মোকামে আসেন। এ বছর এ এলাকায় কুলের ফলন অনেক বেশি। তারপরও কুলের দাম গত বছরের চেয়ে একটু বেশি। তারা যেমন বেশি দামে কিনছেন ঠিক তেমন বেশি দামে দেশের বিভিন্ন এলাকায় বিক্রিও করছেন। চাহিদা বেশি থাকায় তারা কুল কিনে ভালো দামে বিক্রি করতে পারছেন।
শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা জানান,এ বছর শার্শা উপজেলায় মোট ১৩৫ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। তিনি বেলতলা বাজার পরিদর্শন করেছেন। এ বছর বল সুন্দরী, থাই আপেল, চায়না ও বিভিন্ন জাতের টক কুলগুলোই চাষিরা বেশি চাষ করেছেন এবং তারা গত বছরের চেয়ে বেশী দাম পাচ্ছেন লাভবানও হচ্ছেন।নিয়মিত উপজেলা কৃষি অফিস বেলতলা বাজার মনিটরিং করছে বলে তিনি জানান।