January 10, 2025, 3:53 am
সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের ১১১ নং নওয়াগ্রাম এজে হাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহারের অভিযোগে প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জেসমিন আক্তারসহ ওই বিদ্যালয়ের ৩ সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে উপজেলা শিক্ষা অফিস। গত ০৬ জানুয়ারী সোমবার উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাজী আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)সহ অপর তিন সহকারী শিক্ষককে প্রদানকৃত কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত ০১ জানুয়ারী বই বিতরণ উৎসব ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন এবং শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ ব্যানার প্রস্তুত পূর্বক উক্ত ব্যানার বিদ্যালয়ের সম্মুখ পাশের্বর দেয়ালে টাঙ্গিয়ে বই বিতরণ উৎসব পালন করে তার ছবি ফেসবুকে পোস্ট করেছেন। আপনি অপ্রাসঙ্গিক ব্যানার ব্যাবহার করেছেন এর ফলে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও স্থানীয় আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এহেন কার্যকলাপের জন্য কেন আপনাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবেনা তার সুস্পষ্ট লিখিত জবাব আগামী ৭ কর্ম দিবসের মধ্যে প্রদান করতে হবে। এ ঘটনার নিন্দা জানিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র প্রতিনিধি দীপ মাহবুব বলেন, সরকারি নির্দেশনা না থাকলেও অতি উৎসাহী হয়ে উপজেলার ১১১ নং নওয়াগ্রাম এজে হাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন । এর জন্য অভিযুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি প্রশাসনের নিকট। আর তা না হলে সকল ছাত্র প্রতিনিধিদের নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জেসমিন আক্তারের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন, এদিন আমি সকালে বিদ্যালয়ে উপস্থিত থাকলেও বই বিতরণের সময় আমি জরুরি কাজে উপজেলা শিক্ষা অফিসে গিয়েছিলাম বলে দাবী করেন। এদিকে ব্যানারে শেখ হাসিনার ছবি ব্যবহারের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, গণ-অভ্যুত্থানে দেশছাড়া সাবেক এক প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন খুবই দুঃখজনক। শিক্ষকদের কাছ থেকে এমন দায়িত্বহীন কিছু আশা করা যায় না। বই বিতরণের জন্য স্বাভাবিকভাবেই বিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বপ্রস্তুতি থাকার কথা। প্রধান শিক্ষক এ ঘটনার দায় এড়াতে পারেন না। বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাজী আবুল কালাম আজাদ বলেন, এবছর বই বিতরণে কোন উৎসব করার সরকারি নির্দেশনা ছিলনা। তারপরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যানারে ব্যবহারের বিষয়টি তারা অবগত হওয়ার পরপরই প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)সহ অপর ৩ সহকারী শিক্ষককে শোকজ করা হয়েছে এবং ৭ কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে বই বিতরণের ছবি তিনি পেয়েছেন। এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ভুল কীভাবে হয়? অভিযুক্ত শিক্ষকেরা লিখিত জবাব দেবার পর সরকারি চাকুরী বিধিমালা অনুযায়ী ঘটনাটি প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।