December 26, 2024, 11:29 pm
বান্দরবান( থানচি) প্রতিনিধি : মথি ত্রিপুরা।
আজ খ্রীষ্টধর্মাবলম্বীদের নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে রুমা উপজেলা দুর্গম এলাকায় ‘রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিস্ট চার্চের ‘ যীশু খ্রিস্টের জন্মদিন স্মরণে শুভ বড়দিন পালন করা হয়।
এদিন যীশু খ্রীষ্ট জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই খ্রিষ্টান ধর্মালম্বী শিশু-যুব/যুবতী ও বৃদ্ধ পুরুষ মহিলা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের সুখের জন্য বিশেষ প্রার্থনা করেন খ্রীষ্টবিস্বাসীরা । প্রার্থনায় আত্মশুদ্ধি মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির জীবনযাপন চলারপথ প্রত্যাশা করেন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল১০:০১ মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে যার যার গীর্জায় প্রতিষ্ঠান খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বড়দিন উপলক্ষে(২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ৭:০০ ঘটিকায় সময়ের রামদু পাড়া ব্যাপ্টিস্ট চার্চের প্রার্থনার মধ্যে দিয়ে বড়দিন আয়োজন উদ্বোধন করা হয়।
আরও জানা যায় বান্দরবান জেলায় উপজেলা ত্রিপুরা,বম, খিয়াং, খুমি, লুসাই, ম্রোসহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা ধর্মীয় অন্যতম মহাউৎসব শুভ বড়দিন উদযাপন করছেন। ওই সময় গির্জায় বড়দিনে ধর্মীয় গান পরিবেশনা করা হয়। গানের গানে সুরে সুরে নেচে নেচে তালে তালে মেতে উঠেন এবং নিজেদের ঐতিহ্যে পোশাক পরিধান পড়ে খ্রিষ্টান বিশ্বাসী ধর্মাবলম্বীরা। এদিনে জেরুজালেম বেথলেহেম শহরে এক গোয়াল ঘরে কুমারী মাতা মেরির গর্ভে জন্ম হয় খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। এরপর থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রতিবছরের ২৫ শে ডিসেম্বরকে শুভ বড়দিন হিসেবে পালন করে আসছে।
সকাল থেকে বান্দরবান জেলা রুমা উপজেলা দুর্গম এলাকায় রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিস্ট গীর্জায় সমবেত প্রার্থনা শেষে সকলে মিলে পরিবেশন করেন যীশুর আরাধনায় সমবেত সংগীতানুষ্ঠান। এসময় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা সমবেত সংগীতের মধ্য দিয়ে যীশুর বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। ওই সময় প্রার্থনা ও প্রচার বক্তা ছিলেন , যোগেশ ত্রিপুরা, রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিস্ট চার্চ।
এদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভবড়দিন উপলক্ষে জেলার ৭টি উপজেলার প্রতিটি দুর্গম এলাকায় পাড়ায় পাড়ায় গীর্জায় নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।