November 24, 2024, 6:32 pm
আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নকলনবীশরা এক দফা দাবীতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।
রবিবার সকালে উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের ৫১জন নকলনবীশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। চাকরি জাতীয়করণের এক দফাদাবী আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকলনবীশ) এসোসিয়েশনের বৈষম্য বিরোধী নকলনবীশ দাবী আদায় পরিষদ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ সময় বক্তব্য রাখেন- নকলনবীশ এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমানসহ বিভিন্ন পদস্থ সদস্যগণের মধ্যে মাসুদ রানা, রূপালী বেগম, মিন্টু চন্দ্র প্রমূখ।
এব্যাপারে উপজেলা সবা-রেজিষ্ট্রার (উপ-নিবন্ধক) অহেদুল ইসলাম বলেন, ‘নকলনবীশদের চাকরি স্থায়ী করণের আন্দোলন। আমি মনে করি তাদের এ আন্দোলন যৌক্তিক। তবে, জনদুর্ভোগ সৃষ্টি করে, জনগণের হয়রাণীমূলক আন্দোলন আমরা সমর্থন করিনা। নকলনবীশদের কাজ বালামের কপি করা এবং জাবেদা কপি করে জনগণের মাঝে সরবরাহ করা। প্রতি পৃষ্ঠা তারা যে পারিশ্রমিক পায়, প্রতি পৃষ্ঠা ৩৬ টাকা হারে পায়। তাও আবার নিয়মিত না পাওয়ার কারণে তারা মানবেতর জীবনযাপন করে।
উল্লেখ্য- গত ২০ অক্টোবর থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের ৫১৬ সাব-রেজিস্ট্রী অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৬ নকলনবীশ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।