December 26, 2024, 9:21 pm
মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হেলাল উদ্দিন (২৫) নামের এক যুবকের মৃতদেহ এবং খেলতে গিয়ে জামে মসজিদ পুকুর থেকে শিশু মোঃ ইব্রাহিম (০৭) নামের এক শিশু’র মৃত্যুদেহ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
গত মঙ্গবার রাত ১ টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা সদর ইউনিয়নের কালির ছড়ার গহীন অরণ্যে আসারতলী খাল থেকে হেলালের মৃতদেহ উদ্ধার করা হয়।সে ভূতিয়াপাড়া এলাকার মরহুম জাফর আলমের ছেলে।
এদিকে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের চুলিবন পাড়ায় পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহিম (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শিশু মো. ইব্রাহিম একই এলাকার আজিজুল হকের ছেলে ও স্থানীয় হোসাইনীয়া মাদ্রাসার ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,গত সোমবার দুপুরে নিহত হেলাল বনের দুর্গম এলাকায় আসারতলী খালে মাছ ধরতে যান। সন্ধ্যার পর রাত হয়ে গেলেও তিনি ফিরে না এলে এলাকার ১০ থেকে ১২ জন যুবক তাকে খুঁজতে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে খালের পানিতে তার লাশ খুঁজে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
নিহত শিশু ইব্রাহিমের পরিবার সূত্রে জানা যায়, ইব্রাহিম তার ছোট বোনকে নিয়ে খেলতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী জামে মসজিদ পুকুরে পড়ে যায়। একপর্যায়ে পুকুরের পাশে খেলতে থাকা তার বোন রাহিয়া ভাইকে পানিতে ডুবতে দেখে বাড়ীতে এসে জানায়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ইব্রাহিমকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মতিউর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী পূর্বক পরিবারের আপত্তি না থাকায় দু’জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।