December 6, 2024, 11:00 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
তানোরে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা র‌্যাব-১২’র অভিযানে ডাকাত দলের ৭ জন সদস্য গ্রেফতার র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে ৬৬০ গ্রাম হেরোইনসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ১২৩ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নারীকে নামাজরত অবস্থায় দু-র্বৃত্তদের হ-ত্যা সাভারে সেনানিবাসে সিএসপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সুন্দরগঞ্জে বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা ইফতেখার হোসেন পপেল সাংবাদিক নৃপেণ বিশ্বাসের ২১ তম প্রয়ান দিবস  পঞ্চগড় সীমান্তে বিএসএফের গু-লিতে নিহ-ত ১ বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেব না : কেন্দ্রীয় জামায়াত আমির
সুজনগরে সন্ত্রাস,দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

সুজনগরে সন্ত্রাস,দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে সন্ত্রাস,দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া মিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিক বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হালিম সাজ্জাদ। অন্যদের মাঝে বক্তব্য দেন বিএনপি নেতা মজিবর খাঁ, আব্দুল বাতেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার মোল্লা, বিএনপি নেতা খোকন জোয়ার্দ্দার,রুহুল খান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম, যুবনেতা মধু, আবদুল্লাহ,নবী মোল্লা, ছাত্রদল নেতা আলম মন্ডল, আরিফ বিশ্বাস, এন এ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হালিম সাজ্জাদ বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে ১৬ বছর দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ছিল না ও দেশে মানুষের কোনো স্বাধীনতা ছিল না। এর পরিসমাপ্তি ঘটেছে ৫ আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। এখন দেশ পরিচালনার জন্য নির্বাচিত সরকার জরুরি। এজন্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তিনি বলেন জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে নির্বাচনের বিকল্প নেই। সভাপতির বক্তব্যে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা বলেন, সন্ত্রাস,দখলদার ও চাঁদাবাজির সাথে সে যে দলের লোকই হোক তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।পাশাপাশি সন্ত্রাস,দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD