November 12, 2024, 6:59 am
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে শহীদি কাফেলা
বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) শাখার ৫ নম্বর ওয়ার্ডের যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, গত ৯ অক্টোবর বুধবার কমিটি গঠন উপলক্ষে পাঁচন্দর ইউপির বিনোদপুর স্কুল চত্ত্বরে কর্মী সমাবেশ আয়োজন করা হয়। এদিন ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মাজেদের সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক ডিএম আক্কাস আলী, পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) আমির জুয়েল রানা, ইউপি নায়েবে আমির মাওলানা এরশাদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ওবাইদুর রহমান, তোফাজ্জল হোসেন, ডাঃ মোজাহার আলী ও মাওলানা রুস্তম আলী প্রমুখ।এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দগণ।এদিন ইনসান আলীকে সভাপতি, গোলাম মোস্তফা সম্পাদক ও আব্দুল্লাহ আল-কাফিকে সাংগঠনিক সম্পাদক করে ৫ নম্বর ওয়ার্ড যুব শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন মাওলানা আব্দুস সবুর। কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে কর্মী সমাবেশের শুভ সূচনা করা হয়।