October 9, 2024, 5:15 pm
খাইরুল ইসলাম মুন্না ।।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় বাকেরগঞ্জ উপজেলার পৌর বাজারে ক্লাইমেট ফাইটারস এর উদ্যোগে এবং সেভ দ্যা চিলড্রেন এর সহযোগীতায় ক্লিন আপ ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। ক্যাম্পেইন এর উদ্ধোধন করেন বাকেরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব মো: সাইফুল রহমান । ক্যাম্পেইন এ আরো উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেন এর প্রতিনিধি স্পন্সরশীপ অপারেশন অফিসা গনেশ চন্দ্র রায়, খান মামুন হোসেন, নুসরাত আলম, সাবিনা ইয়াসমিন ও সেইন্ট বাংলাদেশ এর প্রতিনিধি ইউনিয়ন ফেসিলেটর তানিয়া সুলতানা,নাজমীন আক্তার কনা, নাসরিন জাহান । এছাড়াও ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি , শিফট এর সদস্য এবং ক্লাইমেট ফাইটার্স এর স্বেচ্ছাসেবীরা। এ সময় বাজারের বর্জ্য সমূহ অপসারণ করা হয়, সচেতনতা মুলক প্লেকার্ড স্থাপন, দুটি ডাস্টবিন স্থাপন সহ বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে বাজার কমিটি এবং ব্যাবসায়ী দের কে সচেতন হবার জন্য আহবান জানানো হয়। ক্যাম্পেইন এর প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন” আমি ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছি, আপনাদের এই বাজারকে পরিষ্কার পরিছন্ন রাখুন, ডাস্টবিন ব্যবহার করুন,প্লাস্টিক পলিথিন বর্জন করুন ও সুন্দর পরিছন্ন বাজার তৈরি করুন এবং তিনি ক্লাইমেট ফাইটার্স ও অন্যান্য সেচ্ছাসেবকদের সাদুবাদ জানিয়ে বলেন” এই ক্লিন আপ ক্যাম্পেইটি সঠিক সময়ে সঠিক কাজ। আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করবো যুবকদের সহযোগিতা করার জন্য।” সেভ দ্যা চিলড্রেন এর প্রতিনিধি স্পনসরশীপ অফিসার নুসরাত আলম বলেন সেভ দ্যা চিলড্রেন থেকে সহযোগিতা পেয়ে সেটি সঠিক ভাবে বাস্তবায়িত করেছেন এবং আমরা আরো তাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করবো। এ সময় স্বেচ্ছাসেবীরা ব্যবসায়ীদের আহ্বান করে যেন তারা সঠিক স্থানে ময়লা ফেলে, ডাস্টবিন ব্যবহার করে বাজার ও পরিবেশ সুন্দর রাখে প্লাস্টিক ও পলিথিন বর্জন করার আহবান জানানো হয়। ক্লাইমেট ফাইটারস এর টীম লিডার মনিষা সাহা বলেন “আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি পরিষ্কার পরিছন্ন করার জন্য এবং কর্তৃপক্ষের নিকট বাজার মনিটরিং এর দাবি রাখছি । আমরা ব্যাবসায়ীদের অনুরোধ করছি,আপনারা সবাই প্লাস্টিক ও পলিথিন বর্জন করুন, সঠিক স্থানে ময়লা ফেলুন, বাজার ও পরিবেশ পরিষ্কার পরিছন্ন রাখুন। আমরা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাও পরিছন্নতা কর্মীর দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আরো ভালো ভাবে বাজারটি পরিষ্কার পরিছন্নতা রাখার জন্য ব্যাবস্থা নেয়”। ব্যবসায়ী সকলে স্বেচ্ছাসেবীদের কাজের প্রশংসা করে বলেন ক্লাইমেট ফাইটার্স এর কার্যক্রমটি আমাদের ভালো লেগেছে। আমরা তাদের দেখে উদ্ভুদ্ধ হয়েছি,আমাদের বাজারটি পরিষ্কার পরিছন্ন রাখা উচিত। আমরা চেষ্টা করবো প্লাস্টিক ও পলিথিন বর্জন করতে এবং বাজার পরিস্কার রাখার প্রতিশ্রুতিও দেন।